বাণিজ্য উপদেষ্টা
জ্বালানি চাহিদা মেটানো কঠিন, সরকার পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছে

- আপডেট: ০৫:০৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
- / ১০৩৩৩ বার দেখা হয়েছে
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, জ্বালানি চাহিদা মেটানো কঠিন। তবে সরকার পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছে। বিগত সরকারের জ্বালানি খাতে চুক্তিগুলোর কারণে জ্বালানির দাম বেড়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর পূর্বাচলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চারদিনব্যাপী ১৯তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল এবং গার্মেন্টস মেশিনারি প্রদর্শনী ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং ইয়র্কারস ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিসেস কোম্পানি লিমিটেডের যৌথ আয়োজনে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ জনবহুল দেশ। এনার্জিং সংকট রয়েছে স্বীকার করি। বিশ্ব রাজনৈতিক পরিস্থিতিতে জ্বালানি এখন চ্যালেঞ্জের। তাই নবায়নযোগ্য শক্তির দিকে জোর দিতে হবে। ব্যবসায় ফিক্সড কস্ট কমাতে হবে, মূল্য সংযোজন বাড়াতে হবে।
তিনি বলেন, এছাড়া শিগগির আমরা স্বল্পআয়ের দেশ থেকে উত্তরণ লাভ করবো। এর জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। এই মেলার মাধ্যমে উদ্যোক্তারা তাদের ব্যবসায় নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন: এস কে সুর পরিবারের ৫ কোটি ৭৬ লাখ টাকার সম্পদ ফ্রিজ
অনুষ্ঠানে বিটিএমএ সভাপতি শওকত আজীজ রাসেল বলেন, আমরা দেশের টেক্সটাইল শিল্পে প্রায় ২২ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছি। আমরা আরও বেশি বিনিয়োগ করতে চাই। তবে অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগ করতে চাই না। গ্যাস ও বিদ্যুতের দাম কেমন হবে সেসব বিষয়ে স্পষ্ট ধারণা দিতে হবে।
এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন, চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করতে হবে। নতুন প্রযুক্তির ব্যবহার পরিবেশ সহায়ক হবে এবং উৎপাদন বাড়াতে হবে।
ঢাকা/টিএ