০৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

ঝন্টুর সেই ছবির টাইটেল গান গাইলেন পূজা ও মিলন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৫১:০৮ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
  • / ১০২৯৮ বার দেখা হয়েছে

দেলোয়ার জাহান ঝন্টু পরিচালনা করছেন ‘তুমি আছো তুমি নেই’। ছবিটিতে নায়িকা হিসেবে অভিনয় করছেন দীঘি। তার বিপরীতে আছেন আসিফ ইমরোজ। 

চলচ্চিত্রটির টাইটেল গানে কণ্ঠ দিলেন বাঁধন সরকার পূজা ও  মিলন।

অনন্যা ভৌমিকের কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রেমো বিপ্লব। সম্প্রতি গানটির মগবাজারের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। 

গানটিতে কণ্ঠ দিয়ে পূজা বলেন, ‘সিনেমার গানে অন্যরকম একটা মজা আছে। এই গানটিতে শ্রোতারা নিশ্চিত করেই সেই মজা পাবেন।’

মিলন বলেন, ‘গানটি দারুন মিষ্টি একটা রোমান্টিক গান হয়েছে। পূজা আপুর সঙ্গে আমার আগে থেকেই একটা বোঝাপড়া আছে। আশা করছি ভালো কিছু হবে।’

‘তুমি আছো তুমি নেই’ ছবিটিতে দীঘির নায়িক নির্বাচন নিয়ে কম জলঘোলা হয়নি। ছবিটির জন্য প্রথমে নায়ক বাপ্পিকে চূড়ান্ত করা পর তিনি ছবিটি ছেড়ে দেন। এরপর নায়ক সাইমনকে চূড়ান্ত করা হয়।  চুক্তিবদ্ধ হওয়ার পর তিনি জানতে পারেন গল্পে প্রযোজকের সঙ্গে গানে পারফর্ম করতে হবে তাকে। ফলে ছবিটি ছেড়ে দেন তিনিও। পরে দীঘির সঙ্গে নায়ক হিসেবে নেয়া হয় আসিফ ইমরোজকে। 

 

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ঝন্টুর সেই ছবির টাইটেল গান গাইলেন পূজা ও মিলন

আপডেট: ০৩:৫১:০৮ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১

দেলোয়ার জাহান ঝন্টু পরিচালনা করছেন ‘তুমি আছো তুমি নেই’। ছবিটিতে নায়িকা হিসেবে অভিনয় করছেন দীঘি। তার বিপরীতে আছেন আসিফ ইমরোজ। 

চলচ্চিত্রটির টাইটেল গানে কণ্ঠ দিলেন বাঁধন সরকার পূজা ও  মিলন।

অনন্যা ভৌমিকের কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রেমো বিপ্লব। সম্প্রতি গানটির মগবাজারের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। 

গানটিতে কণ্ঠ দিয়ে পূজা বলেন, ‘সিনেমার গানে অন্যরকম একটা মজা আছে। এই গানটিতে শ্রোতারা নিশ্চিত করেই সেই মজা পাবেন।’

মিলন বলেন, ‘গানটি দারুন মিষ্টি একটা রোমান্টিক গান হয়েছে। পূজা আপুর সঙ্গে আমার আগে থেকেই একটা বোঝাপড়া আছে। আশা করছি ভালো কিছু হবে।’

‘তুমি আছো তুমি নেই’ ছবিটিতে দীঘির নায়িক নির্বাচন নিয়ে কম জলঘোলা হয়নি। ছবিটির জন্য প্রথমে নায়ক বাপ্পিকে চূড়ান্ত করা পর তিনি ছবিটি ছেড়ে দেন। এরপর নায়ক সাইমনকে চূড়ান্ত করা হয়।  চুক্তিবদ্ধ হওয়ার পর তিনি জানতে পারেন গল্পে প্রযোজকের সঙ্গে গানে পারফর্ম করতে হবে তাকে। ফলে ছবিটি ছেড়ে দেন তিনিও। পরে দীঘির সঙ্গে নায়ক হিসেবে নেয়া হয় আসিফ ইমরোজকে।