টঙ্গীতে ডেসটিনির গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

- আপডেট: ১১:৪৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
- / ১০৩৬০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর মিলগেট ন্যাশনাল টিউব রোডের ডেসটিনির পরিত্যক্ত গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টায় আগুন লেগেছে বলে নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিস কর্মকর্তা ইকবাল হোসেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ইকবাল জানান, মঙ্গলবার সকালে টঙ্গী পূর্ব থানার টিউব রোডে ডেসটিনির পরিত্যক্ত একটি গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুন আরও বাড়তে থাকলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উত্তরার একটি ও টঙ্গীর মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
আরও পড়ুন: জিএমপির অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণ: গ্রেফতার ৩
ঢাকা/টিএ