টাইমস ম্যাগাজিনের বর্ষসেরা অ্যাথলেট লিওনেল মেসি
- আপডেট: ১২:১৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
- / ১০৪৬৬ বার দেখা হয়েছে
যুক্তরাষ্ট্রের টাইমস ম্যাগাজিনের বর্ষসেরা অ্যাথলেট নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসি। এই দৌড়ে তিনি পেছনে ফেলেছেন ম্যানসিটি তারকা আর্লিং হলান্ড ও ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পেকে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এই তালিকায় ২০২৩ সালে ৩টি গ্র্যান্ড স্লাম জেতা টেনিস তারকা নোভাক জোকোভিচও ছিলেন। সবাইকে পেছনে ফেলে দারুণ পারফরম্যান্সে যুক্তরাষ্ট্রের ম্যাগাজিনটির বর্ষসেরার পুরষ্কার উঠলো মেসির হাতেই।
চলতি বছর জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে পাশাপাশি ক্লাব ফুটবলে বড় অবদান রাখেন মেসি। পিএসজি ছেড়ে মায়ামিতে যোগ দিয়েই জিতিয়েছেন শিরোপা। ক্লাবটির হয়ে ১১ ম্যাচে ১৪টি গোল করেছেন লিও।
আরো পড়ুন: বৃষ্টিতে অনিশ্চিত ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা
টাইমসের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের ফুটবলকে বদলে দেওয়া মেসি এই বছরের সেরা অ্যাথলেট, ‘এই বছর মেসি যা করেছে সেটা কল্পনার বাইরে। যখন সে মায়ামির হয়ে খেলার জন্য ঘোষণা দিল, তখন থেকেই যুক্তরাষ্ট্রের ফুটবল বদলে যেতে শুরু করেছে। তাকে কেন্দ্র করেই নতুনভাবে জেগে উঠেছে এই দেশের ফুটবল উন্মাদনা।’
ঢাকা/কেএ







































