১১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গুয়ার হাওরে গ্রেপ্তার বাকি দুই জনের জামিন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
  • / ১০৪০৭ বার দেখা হয়েছে

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে গ্রেপ্তার হওয়া অপ্রাপ্তবয়স্ক দুই শিক্ষার্থীকেও জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে নারী ও শিশু আদালতের বিচারক মো. জাকির হোসেন তাদের জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্ত দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের জামিন শুনানি হয় নারী ও শিশু আদালতে।

জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষার্থীদের আইনজীবী তৈয়বুর রহমান বাবুল। জামিন ঘোষণার সময় শিক্ষার্থীরা আদালতে উপস্থিত ছিলেন না।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এর আগে গতকাল (২ আগস্ট) বুয়েটের ২৪ শিক্ষার্থীসহ ৩২ শিক্ষার্থীর জামিন দেন তাহিরপুর আমল গ্রহণকারী আদালতের বিচারক মোহাম্মদ ফারহান সাদিক। তাহিরপুর আদালত থেকে মামলার নথিপত্র শিশু আদালতে যেতে দেরি হয়ে যাওয়ায় গতকাল কারাগারে থাকা অপ্রাপ্তবয়স্ক দুজন শিক্ষার্থীর জামিন শুনানি অনুষ্ঠিত হতে পারেনি। পরে আজকে তাদের জামিন শুনানি হলে আদালত তাদের জামিন দেন।

আরও পড়ুন: ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করতে আ.লীগ কার্যালয়ে পিটার হাস

প্রসঙ্গত, জানমালের ক্ষতি সাধন, রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডসহ সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার ষড়যন্ত্র করার অভিযোগে টাঙ্গুয়ার হাওর থেকে কয়েকদিন আগে আটক করা হয় এসব শিক্ষার্থীদের। এরপর তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে পুলিশ বাদী হয়ে তাহিরপুর থানায় মামলা দায়ের করে। আটককৃত ৩৪ জনের মধ্যে বুয়েটের বর্তমান ছাত্র ২৪ জন, সাবেক শিক্ষার্থী ৭ জন এবং বাকি ৩ জন বুয়েটের বাইরে অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

টাঙ্গুয়ার হাওরে গ্রেপ্তার বাকি দুই জনের জামিন

আপডেট: ০১:১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে গ্রেপ্তার হওয়া অপ্রাপ্তবয়স্ক দুই শিক্ষার্থীকেও জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে নারী ও শিশু আদালতের বিচারক মো. জাকির হোসেন তাদের জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্ত দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের জামিন শুনানি হয় নারী ও শিশু আদালতে।

জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষার্থীদের আইনজীবী তৈয়বুর রহমান বাবুল। জামিন ঘোষণার সময় শিক্ষার্থীরা আদালতে উপস্থিত ছিলেন না।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এর আগে গতকাল (২ আগস্ট) বুয়েটের ২৪ শিক্ষার্থীসহ ৩২ শিক্ষার্থীর জামিন দেন তাহিরপুর আমল গ্রহণকারী আদালতের বিচারক মোহাম্মদ ফারহান সাদিক। তাহিরপুর আদালত থেকে মামলার নথিপত্র শিশু আদালতে যেতে দেরি হয়ে যাওয়ায় গতকাল কারাগারে থাকা অপ্রাপ্তবয়স্ক দুজন শিক্ষার্থীর জামিন শুনানি অনুষ্ঠিত হতে পারেনি। পরে আজকে তাদের জামিন শুনানি হলে আদালত তাদের জামিন দেন।

আরও পড়ুন: ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করতে আ.লীগ কার্যালয়ে পিটার হাস

প্রসঙ্গত, জানমালের ক্ষতি সাধন, রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডসহ সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার ষড়যন্ত্র করার অভিযোগে টাঙ্গুয়ার হাওর থেকে কয়েকদিন আগে আটক করা হয় এসব শিক্ষার্থীদের। এরপর তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে পুলিশ বাদী হয়ে তাহিরপুর থানায় মামলা দায়ের করে। আটককৃত ৩৪ জনের মধ্যে বুয়েটের বর্তমান ছাত্র ২৪ জন, সাবেক শিক্ষার্থী ৭ জন এবং বাকি ৩ জন বুয়েটের বাইরে অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

ঢাকা/টিএ