০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

টেকনো ড্রাগসের নতুন পণ্যের সফল উৎপাদন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:২৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ১০২৩২ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেডের পরিচালনা পর্ষদ পরীক্ষামূলক জন্মনিয়ন্ত্রক ‘ইমপ্লান্ট (সিঙ্গেল রড)’ নামের নতুন পণ্য সফলভাবে উৎপাদন করেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি ২০১৯ সাল থেকে জন্মনিয়ন্ত্রক ‘ইমপ্লান্ট (টু রড)’ উৎপাদন এবং পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে বিক্রি করে আসছে। নতুন পণ্য ‘ইমপ্লান্ট (সিঙ্গেল রড)’ও সরকারের ওই মন্ত্রণালয়ের কাছে বিক্রি করবে টেকনো ড্রাগস।

টেকনো ড্রাগস জানায়, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) একক রডের ইমপ্লান্ট উৎপাদনের ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়েছে। এর ফলে কোম্পানির উৎপাদন সক্ষমতায় নতুন মাত্রা যোগ হলো।

প্রতিষ্ঠানটির দাবি, এই সাফল্য দেশের স্বাস্থ্য খাত ও পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরো এগিয়ে নেবে। এতে টেকনো ড্রাগসের আয় ও মুনাফায় ইতিবাচক প্রভাব পড়বে।

এর মাধ্যমে দেশে জন্মনিয়ন্ত্রণ কার্যক্রমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করল টেকনো ড্রাগস লিমিটেড। কোম্পানি জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের জন্য দুই রডবিশিষ্ট কনট্রাসেপটিভ ইমপ্লান্ট উৎপাদন করে আসছে। এবার সেই ধারাবাহিকতায় সিঙ্গেল রড বিশিষ্ট কনট্রাসেপটিভ ইমপ্লান্ট তৈরির ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি।

২০১৯ সাল থেকে টেকনো ড্রাগস নিয়মিতভাবে টু রডের ইমপ্লান্ট উৎপাদন করছে, যা শুধু সরকারি চাহিদা মেটাতেই ব্যবহার করা হয়। পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের টেন্ডারের মাধ্যমে এসব ইমপ্লান্ট সরকারের কাছে সরবরাহ করা হয়। এ ধরনের ইমপ্লান্ট নারীদের দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

টেকনো ড্রাগসের নতুন পণ্যের সফল উৎপাদন

আপডেট: ১২:২৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেডের পরিচালনা পর্ষদ পরীক্ষামূলক জন্মনিয়ন্ত্রক ‘ইমপ্লান্ট (সিঙ্গেল রড)’ নামের নতুন পণ্য সফলভাবে উৎপাদন করেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি ২০১৯ সাল থেকে জন্মনিয়ন্ত্রক ‘ইমপ্লান্ট (টু রড)’ উৎপাদন এবং পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে বিক্রি করে আসছে। নতুন পণ্য ‘ইমপ্লান্ট (সিঙ্গেল রড)’ও সরকারের ওই মন্ত্রণালয়ের কাছে বিক্রি করবে টেকনো ড্রাগস।

টেকনো ড্রাগস জানায়, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) একক রডের ইমপ্লান্ট উৎপাদনের ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়েছে। এর ফলে কোম্পানির উৎপাদন সক্ষমতায় নতুন মাত্রা যোগ হলো।

প্রতিষ্ঠানটির দাবি, এই সাফল্য দেশের স্বাস্থ্য খাত ও পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরো এগিয়ে নেবে। এতে টেকনো ড্রাগসের আয় ও মুনাফায় ইতিবাচক প্রভাব পড়বে।

এর মাধ্যমে দেশে জন্মনিয়ন্ত্রণ কার্যক্রমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করল টেকনো ড্রাগস লিমিটেড। কোম্পানি জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের জন্য দুই রডবিশিষ্ট কনট্রাসেপটিভ ইমপ্লান্ট উৎপাদন করে আসছে। এবার সেই ধারাবাহিকতায় সিঙ্গেল রড বিশিষ্ট কনট্রাসেপটিভ ইমপ্লান্ট তৈরির ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি।

২০১৯ সাল থেকে টেকনো ড্রাগস নিয়মিতভাবে টু রডের ইমপ্লান্ট উৎপাদন করছে, যা শুধু সরকারি চাহিদা মেটাতেই ব্যবহার করা হয়। পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের টেন্ডারের মাধ্যমে এসব ইমপ্লান্ট সরকারের কাছে সরবরাহ করা হয়। এ ধরনের ইমপ্লান্ট নারীদের দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে।

ঢাকা/এসএইচ