০৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ইতিহাস সেরা লিটন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৪২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
  • / ১০৩৯৯ বার দেখা হয়েছে

মিরপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে লিটন দাসের লড়াকু ফিফটি-ই জয়ের সম্ভাবনা তৈরি করেছিল। এই ব্যাটিং পারফরম্যান্সের স্বীকৃতি মিললো টেস্ট র‌্যাঙ্কিংয়ে। ব্যাটারদের তালিকায় দুই ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠে এসেছেন। যা বাংলাদেশের ২২ বছরের টেস্ট ইতিহাসে কোনও ব্যাটারের সেরা টেস্ট র‌্যাঙ্কিং। আর কিছুদিন পরই হয়তো সেরা দশেও ঢুকে যাবেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মিরপুর টেস্টের আগে ব্যাটারদের তালিকায় লিটনের র‌্যাঙ্কিং ছিল ১৪। ভারতের বিপক্ষে ঢাকা টেস্টে প্রথম ইনিংসে ২৫ রান করলেও দ্বিতীয় ইনিংসে ৭৩ রান করার সুবাদে দুই ধাপ এগিয়েছেন। এই ইনিংসের সুবাদেই তো ১৪৫ রানের লক্ষ্য দিয়ে ভারতীয় দলকে চেপে ধরা গেছে। যদিও অশ্বিন-আইয়ারের জুটিতে শেষ হাসি হেসেছে ভারতীয়রাই। লিটনের আগে বাংলাদেশের হয়ে সেরা টেস্ট র‌্যাঙ্কিং ছিল ওপেনার তামিম ইকবালের। তিনি ১৪তম স্থানে উঠেছিলেন।

বোলারদের র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও সাকিব আল হাসানের। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়েছেন তাইজুল। তার অবস্থান ২৮তম। মিরাজও এগিয়েছেন দুই ধাপ। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়া এই অফস্পিনারের অবস্থান ২৯তম। দ্বিতীয় টেস্টে মোট ৬ উইকেট নেওয়া সাকিব এক ধাপ এগিয়েছেন। তার অবস্থান ৩২ নম্বরে।

আরও পড়ুন: বিএসএফের গুলিতে সীমান্তে দুই বাংলাদেশি নিহত

ঢাকা/এসএম

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ইতিহাস সেরা লিটন

আপডেট: ০২:৪২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২

মিরপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে লিটন দাসের লড়াকু ফিফটি-ই জয়ের সম্ভাবনা তৈরি করেছিল। এই ব্যাটিং পারফরম্যান্সের স্বীকৃতি মিললো টেস্ট র‌্যাঙ্কিংয়ে। ব্যাটারদের তালিকায় দুই ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠে এসেছেন। যা বাংলাদেশের ২২ বছরের টেস্ট ইতিহাসে কোনও ব্যাটারের সেরা টেস্ট র‌্যাঙ্কিং। আর কিছুদিন পরই হয়তো সেরা দশেও ঢুকে যাবেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মিরপুর টেস্টের আগে ব্যাটারদের তালিকায় লিটনের র‌্যাঙ্কিং ছিল ১৪। ভারতের বিপক্ষে ঢাকা টেস্টে প্রথম ইনিংসে ২৫ রান করলেও দ্বিতীয় ইনিংসে ৭৩ রান করার সুবাদে দুই ধাপ এগিয়েছেন। এই ইনিংসের সুবাদেই তো ১৪৫ রানের লক্ষ্য দিয়ে ভারতীয় দলকে চেপে ধরা গেছে। যদিও অশ্বিন-আইয়ারের জুটিতে শেষ হাসি হেসেছে ভারতীয়রাই। লিটনের আগে বাংলাদেশের হয়ে সেরা টেস্ট র‌্যাঙ্কিং ছিল ওপেনার তামিম ইকবালের। তিনি ১৪তম স্থানে উঠেছিলেন।

বোলারদের র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও সাকিব আল হাসানের। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়েছেন তাইজুল। তার অবস্থান ২৮তম। মিরাজও এগিয়েছেন দুই ধাপ। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়া এই অফস্পিনারের অবস্থান ২৯তম। দ্বিতীয় টেস্টে মোট ৬ উইকেট নেওয়া সাকিব এক ধাপ এগিয়েছেন। তার অবস্থান ৩২ নম্বরে।

আরও পড়ুন: বিএসএফের গুলিতে সীমান্তে দুই বাংলাদেশি নিহত

ঢাকা/এসএম