ডিএমডি পদে পদোন্নতির সাক্ষাৎকার শুরু ১৭ ডিসেম্বর

- আপডেট: ০৫:০২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
- / ১০৫৪৬ বার দেখা হয়েছে
সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোয় উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতির জন্য প্যানেল চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর পদোন্নতির জন্য সাক্ষাৎকার নেওয়া হবে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ডিএমডি পদে পদোন্নতির জন্য বাছাই কমিটির চেয়ারম্যান অর্থমন্ত্রী, সদস্য হিসেবে আছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব। এবার ২০ থেকে ২২টি শূন্য পদের বিপরীতে ৩২ জনের সাক্ষাৎকার নেওয়া হবে। এ নিয়ে ব্যাংক কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
ক্ষুব্ধ কর্মকর্তারা বলছেন, সরকারি ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে গত ৩০ জুন পর্যন্ত যারা দুই বছর অতিক্রম করেছেন, শুধু তারাই প্যানেলের মধ্যে এসেছেন। তবে ডিসেম্বর পর্যন্ত যতগুলো ডিএমডি পদ শূন্য হবে, তার বিপরীতে পদোন্নতি দেওয়া হবে। ফলে জুনের পরে যারা পদোন্নতির যোগ্য হবেন, তারা এতে স্থান পাচ্ছেন না। সে জন্য জুন পর্যন্ত যেসব পদ শূন্য হয়েছে, সেই পদগুলোর বিপরীতে নিয়োগের দাবি জানিয়েছেন তারা।
জানা যায়, এবারের ডিএমডি পদে পদোন্নতির তালিকাটা দীর্ঘ হবে। এর আগে এত সংখ্যক ডিএমডি পদে পদোন্নতি হয়নি। ফলে সামনে পদ ফাঁকা হবে কমই। এছাড়া এবারের সাক্ষাৎকার গ্রহণও কয়েক দফা পিছিয়ে চলতি মাসে আনা হয়েছে। নির্বাচনের আগে এভাবে পদোন্নতির আয়োজনকে অনেকে ইতিবাচক হিসেবে দেখছেন না।
আরও পড়ুন: রিজার্ভ এখন থেকে কমবে না: বাংলাদেশ ব্যাংক
জিএম হিসেবে যাদের চাকরির বয়স ২ বছর ও ৯ম গ্রেডের পর চাকরির মেয়াদ ২০ বছর হয়েছে, তারাই তালিকায় এসেছেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তালিকা অনুযায়ী, পদোন্নতির জন্য ১৭ ডিসেম্বর যেসব জিএমের সাক্ষাৎকার নেওয়া হবে, তাদের মধ্যে আছেন-সোনালী ব্যাংকের আবু সাঈদ, জনতা ব্যাংকের নুরুল ইসলাম মজুমদার ও আবদুল ওয়াদুদ, অগ্রণী ব্যাংকের এনামুল মাওলা, এ কে এম শামীম রেজা, শামিম উদ্দিন আহমেদ, হোসাইন ঈমান আকন্দ, শামসুল আলম, বাহারে আলম, এ কে এম ফজলুল হক ও আমিনুল হক।
ঢাকা/কেএ