০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

ডিএসইতে এক মাসের সর্বোচ্চ লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
  • / ১০৬৫৪ বার দেখা হয়েছে

ফাইল ফটো

গত বৃহস্পতিবার (২ মার্চ) পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৬৯ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ফ্লোর প্রাইস (শেয়ার দর কমার সর্বনিম্নসীমা) বেঁধে দিয়ে নির্দেশনা কার্যকর হওয়ার পর থেকে বিনিয়োগকারীদের আস্থায় সূচক ও লেনদেন বাড়ায় একটু একটু করে প্রাণ ফিরছে পুঁজিবাজারে। আজ রোববার (৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ ধারা অব্যাহত ছিল। এ দিন ডিএসইতে সূচকের উত্থানে লেদদেন সাড়ে ছয়’শ কোটির বেশি হয়েছে। যা গত এক মাসের সর্বোচ্চ লেনদেন। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনেদেন দুটিই বেড়েছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ ডিএসইতে ৬৬২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত এক মাসের সর্বোচ্চ লেনদেন। এর আগে ৫ ফেব্রুয়ারী ডিএসইতে ৭৫২ কোটি ৭৪ লাখ এবং গত ৮ ফেব্রুয়ারী ৭৪৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ২৩৪ কোটি ৬৪ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গত কার্যদিবসে ডিএসইতে ৪২৭ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৫০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৫ পয়েন্টে।

আরও পড়ুন: বিওতে ডিভিডেন্ড পাঠিয়েছে ইস্টার্ণ লুব্রিকেন্টস

আজ ডিএসইতে ৩৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৪টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ১২০ পয়েন্ট বেড়েছে। ১৬ কোটি ৬৩ লাখ টাকা লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৮ কোটি ৪৯ লাখ টাকা বেশি। গত কার্যদিবসে সিএসইতে ৮ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ডিএসইতে এক মাসের সর্বোচ্চ লেনদেন

আপডেট: ০৩:০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩

গত বৃহস্পতিবার (২ মার্চ) পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৬৯ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ফ্লোর প্রাইস (শেয়ার দর কমার সর্বনিম্নসীমা) বেঁধে দিয়ে নির্দেশনা কার্যকর হওয়ার পর থেকে বিনিয়োগকারীদের আস্থায় সূচক ও লেনদেন বাড়ায় একটু একটু করে প্রাণ ফিরছে পুঁজিবাজারে। আজ রোববার (৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ ধারা অব্যাহত ছিল। এ দিন ডিএসইতে সূচকের উত্থানে লেদদেন সাড়ে ছয়’শ কোটির বেশি হয়েছে। যা গত এক মাসের সর্বোচ্চ লেনদেন। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনেদেন দুটিই বেড়েছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ ডিএসইতে ৬৬২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত এক মাসের সর্বোচ্চ লেনদেন। এর আগে ৫ ফেব্রুয়ারী ডিএসইতে ৭৫২ কোটি ৭৪ লাখ এবং গত ৮ ফেব্রুয়ারী ৭৪৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ২৩৪ কোটি ৬৪ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গত কার্যদিবসে ডিএসইতে ৪২৭ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৫০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৫ পয়েন্টে।

আরও পড়ুন: বিওতে ডিভিডেন্ড পাঠিয়েছে ইস্টার্ণ লুব্রিকেন্টস

আজ ডিএসইতে ৩৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৪টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ১২০ পয়েন্ট বেড়েছে। ১৬ কোটি ৬৩ লাখ টাকা লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৮ কোটি ৪৯ লাখ টাকা বেশি। গত কার্যদিবসে সিএসইতে ৮ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা/এসএ