ডিএসইতে বছরের সর্বোচ্চ লেনদেন

- আপডেট: ০৪:০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
- / ১০৩৬৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দ্বিতীয় কার্যদিবস সোমবার সকল সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে বছরের সর্বোচ্চ লেনদেনে অতিক্রম করেছে ১২‘শ কোটি টাকার ঘর। লেনদেনের সাথে বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর ২৪২টি বা ৮৬ শতাংশ। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
সোমবারের চেয়ে বেশি লেনদেন হয়েছিল ৫১ কর্মদিবস আগে গত ১৬ ফেব্রুয়ারি লেনদেন ছিল ১ হাজার ২১৩ কোটি ৬৪ লাখ ৪৫ হাজার টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
দীর্ঘ মন্দা কাটিয়ে ঈদের আগের সপ্তাহে পুঁজিবাজারে ঘুরে দাঁড়ানোর যে ইঙ্গিত ছিল, সেটি ঈদের অবসর শেষে আরও স্পষ্ট হচ্ছে।
ঈদের ছুটি শেষে দুই দিনের সাপ্তাহিক বন্ধের আগে একটি মাত্র কর্মদিবসে লেনদেন কমে গেলেও রোববার লেনদেন হয় গত ৩১ মার্চের পর সর্বোচ্চ।
সোমবার সেটি আরও বেড়ে গত প্রায় তিন মাসের সর্বোচ্চ অবস্থানে গেল। দিন শেষে লেনদেন হয়েছে এক হাজার ২০৮ কোটি ৩১ লাখ ৮৭ হাজার টাকা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সূচকের অবস্থানও গত পাঁচ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। দিন শেষে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬৯৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৪৯ পয়েন্টে।
২০২০ সালের মাঝামাঝি সময় থেকে পুঁজিবাজারে যে চাঙাভাব দেখা যায়, তা চালু থাকে পৌনে দুই বছরেরও বেশি সময়। তবে গত সেপ্টেম্বরে বাজার সংশোধনে যাওয়ার পর দুই নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে মতভিন্নতাসহ নানা ইস্যু সামনে আসে।
চলতি বছরের শুরুতে সংশোধন শেষে বাজারে আবার স্বাভাবিক গতি ফেরে কি না- এই আলোচনার মধ্যে আবার জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে বাজারে ধীরগতি দেখা দেয়।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলার পর ধস নামে। শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট তৈরি হলে পরিস্থিতির আরও অবনতি হয়।
সে সময় ধস ঠেকাতে বাজারে বিনিয়োগ বাড়াতে বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা করে বিএসইসি। পাশাপাশি এক দিনে দর পতনের সর্বোচ্চ সীমা ২ শতাংশ নির্ধারণ করে দেয়া হয়।
তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত কার্যকর প্রমাণ হলেও পরে দেখা যায় ২ শতাংশের এই নির্দেশনার কারণে লেনদেন কমে যাচ্ছে। কারণ এই পরিমাণ দাম কমার পর ভালো কোম্পানির শেয়ারেরও ক্রেতা উধাও হয়ে যাচ্ছে।
এভাবে দিনের পর দিন দরপতন আর লেনদেন একপর্যায়ে ৪০০ কোটি টাকার নিচে নেমে আসার পর বিএসইসি গত ২০ এপ্রিল এক দিনে দরপতনের সীমা ২ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করে।
পর দিন থেকেই বাজারে লেনদেন বাড়তে থাকে। হাতে গোনা দুই-এক দিন কেবল কমে।
কোনো কোম্পানির ২ শতাংশ দরপতন পুঁজিবাজারে খুবই স্বাভাবিক একটি চিত্র। এমনটিও দেখা গেছে দাম কমার পর চাহিদা বাড়লে পরে আবার দর বাড়ে।
২ শতাংশের বাধা কাটার পর এভাবেই শেয়ারের কেনাবেচা বাড়ে। আর ক্রয়চাপ বাড়তে থাকলে শেয়ারদর, সূচক, লেনদেন সবই বাড়তে থাকে।
আজ ডিএসইতে ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪২টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উথানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৪৯ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৩১ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা/টিএ