ডিএসইতে বীমার দাপটে বেড়েছে লেনদেন

- আপডেট: ০৩:০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
- / ১০৪৫০ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বীমা খাতের আধিপত্য অব্যাহত। সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার (২০ জুন) ডিএসইর মোট লেনদেনের ৩০.৩৪ শতাংশই বীমা খাতের। এদিন প্রধান মূল্য সূচক ১২ পয়েন্ট কমলেও বীমা খাতে ভর করে লেনদেন বেড়েছে ৫৭ কোটি টাকা। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। ডিএসই, সিএসই ও আমার স্টক সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ডিএসইতে ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির বা ১৫.৮ শতাংশ, কমেছে ১১৫টির বা ৩৩ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ১৭৯টির বা ৫১.২ শতাংশ কোম্পানির।
আজ ডিএসইতে ৫৯০ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৫৭ কোটি ৭৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গত কার্যদিবসে ডিএসইতে ৫৩৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সূত্র মতে, লেনদেনে অংশ নেয়া ৫৪টি বীমা কোম্পানির মধ্যে ৫টির দর বেড়েছে, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩টি কোম্পানির।
এদিন বীমা খাতে মোট লেনদেন হয়েছে ১৫২ কোটি ৫০ লাখ টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ৩০.৩৪ শতাংশ। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৯০ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন বীমা খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সে। আজ কোম্পানিটির ২৭ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আরও পড়ুন: ২০ লাখ শেয়ার কেনার ঘোষণা
দ্বিতীয় স্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। আজ কোম্পানিটির ১৮ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ১৫ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে বীমা কোম্পানিগুলোর মধ্যে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও সোনালী লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, চাটার্ড লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্স লেনদেনের শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে।
আরও পড়ুন: আল-আমিন কেমিক্যালের মূলধন বাড়াতে বিএসইসির নির্দেশনা
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে ২ হাজার ১৮৪ পয়েন্টে অবস্থান করছে।
অপরদিকে, সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬১৭ পয়েন্টে। এদিন সিএসইতে ২০ কোটি ৪৩ লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৭ কোটি ৫২ লাখ টাকা বেশি। গত কার্যদিবসে সিএসইতে ১২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সিএসইতে লেনদেনে অংশ নেয়া হওয়া ১৮৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪৮টি, কমেছে ৫৮টি এবং অপরিবর্তিত ছিল ৮৩টির।
ঢাকা/এসএ