ডিএসই থেকে সরকারের রাজস্ব আয় কমেছে সাড়ে ২২ কোটি টাকা

- আপডেট: ০৫:১৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ১০৫৯৬ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে চলতি বছরের জানুয়ারি মাসে সরকারের রাজস্ব আয় হয়েছে ১৭ কোটি ৪ লাখ ১৫ হাজার ৯৫৬ টাকা। লেনদেন কমায় গত বছরের একই সময়ের তুলনায় সরকার সাড়ে ২২ কোটি টাকার বেশি রাজস্ব আয় কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ডিএসইর প্রাপ্ত তথ্যাঅনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ডিএসই;র মোট ২৩ কর্মদিবসে ১১ হাজার ৭২৬ কোটি ৮৪ লাখ ১৪ হাজার ৩২৭ টাকার শেয়ার ও মিউচ্যুায়ল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। সেখান থেকে লেনদেনের ওপর কমিশন বাবদ সরকারের রাজস্ব আয় হয়েছে ১৭ কোটি ৪ লাখ ১৫ হাজার ৯৫৬ টাকা।
গত বছর ২০২২ সালের জানুয়ারি মাসে লেনদেন হয়েছিল ৩১ হাজার ২৬১ কোটি ২১ লাখ ৭৭ হাজার ৩৩৫ টাকা। সেখান থেকে রাজস্ব আয় হয়েছিল ৩৯ কোটি ৭০ লাখ ৭ হাজার ৩৮ টাকা।
অর্থাৎ ২০২২ সালের জানুয়ারি মাসের তুলনায় ২০২৩ সালের জানুয়ারি মাসে সরকার রাজস্ব হারিয়েছে ২২ কোটি ৬৫ লাখ ৯১ হাজার ৮২ টাকা।
আরও পড়ুন: পাঁচ খাতে ভর করে উত্থানে পুঁজিবাজার
আয়কর অধ্যাদেশ অনুযায়ী, দুই ধরনের শেয়ার কেনা-বেচা থেকে সরকার রাজস্ব আয় করে। প্রথমটি হলো- কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেনা-বেচা থেকে রাজস্ব আয়। দ্বিতীয়টি হলো- বিনিয়োগকারীদের শেয়ার কেনা-বেচায় ব্রোকারেজ হাউজের ওপর আরোপিত কর।
ডিএসইর তথ্য মতে, দুই ধরনের করের মধ্যে প্রথমটি হলো- ডিএসইর স্টেক হোল্ডারদের দৈনিক লেনদেনের ওপর দশমিক ০৫ শতাংশ কর। এ খাত থেকে ২০২২ সালের জানুয়ারি মাসে রাজস্ব আয় হয় মাত্র ১১ কোটি ৮০ লাখ ৩৩ হাজার ৯৬৩ টাকা।
অন্যদিকে, বিএসইসি রুলস ৫৩-এম অনুসারে, স্পন্সর শেয়ারহোল্ডারদের শেয়ার কেনা-বেচা বাবদ লেনদেন ও শেয়ার হস্তান্তর থেকে ৫ শতাংশ হারে কর বাবদ রাজস্ব আয় হয়েছে ৫ কোটি ২৩ লাখ ৮১ হাজার ৯৯৩ টাকা।
সব মিলিয়ে ডিএসই থেকে মোট রাজস্ব আয় হয়েছে ১৭ কোটি ৪ লাখ ১৫ হাজার ৯৫৬ টাকা। ডিএসই এ টাকা জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) জমা দিয়েছে।
এর আগের বছর অর্থাৎ ২০২২ সালে জমা দিয়েছিল ৩৯ কোটি ৭০ লাখ ৭ হাজার ৩৮ টাকা। সে হিসেবে ২০২২ সালের জানুয়ারি মাসের তুলনায় ২০২৩ সালের জানুয়ারি মাসে সরকার রাজস্ব হারিয়েছে ২২ কোটি ৬৫ লাখ ৯১ হাজার ৮২ টাকা। যা প্রায় আড়াই গুণ।
উল্লেখ্য, এর আগে জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২২ সালে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল দুই লাখ ৩৪ হাজার ৪৪৭ কোটি ৯৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার, বন্ড ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সেখান থেকে কর বাবদ সরকারে রাজস্ব আয় হয়েছিল ৩১৯ কোটি ১০ লাখ ৩১ হাজার ৫৩ টাকা।
তার আগে ২০২১ সালে ডিএসইতে লেনদেন হয় ৩ লাখ ৫৩ হাজার ৯৭৮ কোটি ৬১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার ও ইউনিট। সেখান থেকে সরকারের রাজস্ব আয় হয়েছিল ৪২৫ কোটি ৮৬ হাজার ৯২০ টাকা। অর্থাৎ ২০২১ সালের তুলনায় ২০২২ সালে সরকার পুঁজিবাজার থেকে ১০৫ কোটি ৯০ লাখ টাকার রাজস্ব কম পেয়েছে।
ঢাকা/টিএ