০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

ডিভিডেন্ড ঘোষণার নতুন তারিখ জানাল ডেসকো

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৩৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / ১০২৭৫ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) তাদের বার্ষিক অডিটেড আর্থিক হিসাব অনুমোদন এবং ডিভিডেন্ড ঘোষণার লক্ষ্যে বোর্ড সভার নতুন তারিখ ঘোষণা করেছে।

কোম্পানিটি জানিয়েছে, আগামী ১১ অক্টোবর ২০২৫ (শনিবার) বিকেল ৩টায় পর্ষদের সভাটি অনুষ্ঠিত হবে। পূর্বে নির্ধারিত সভাটি অঘোষিত কারণে স্থগিত করে নতুন করে এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন সময়সূচিতে অডিট রিপোর্ট এবং ডিভিডেন্ড ঘোষণাসহ কোম্পানির সার্বিক আর্থিক অবস্থা পর্যালোচনা করা হবে।

যদিও গত বছর ২০২৪ সালে ডেসকো শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, তখন শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ১২ টাকা ৭২ পয়সা। তবে ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান উল্লেখযোগ্যভাবে কমে ১ টাকা ৯৮ পয়সা হয়েছে, যা আগের বছরের একই সময়ের ৬ টাকা ৮১ পয়সা লোকসানের তুলনায় বেশ ইতিবাচক।

কোম্পানিটির ৩৯৭ কোটি ৫৭ লাখ টাকা পরিশোধিত মূলধনের বিপরীতে রিজার্ভে রয়েছে ১ হাজার ১০৯ কোটি ৯৭ লাখ টাকা। কোম্পানিটির এই বিশাল রিজার্ভ থাকার কারণে শেয়ারহোল্ডাররা আশাবাদী যে, আগের বছরের মতোই এবারও ডিভিডেন্ড দেওয়া যেতে পারে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ডিভিডেন্ড ঘোষণার নতুন তারিখ জানাল ডেসকো

আপডেট: ০২:৩৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) তাদের বার্ষিক অডিটেড আর্থিক হিসাব অনুমোদন এবং ডিভিডেন্ড ঘোষণার লক্ষ্যে বোর্ড সভার নতুন তারিখ ঘোষণা করেছে।

কোম্পানিটি জানিয়েছে, আগামী ১১ অক্টোবর ২০২৫ (শনিবার) বিকেল ৩টায় পর্ষদের সভাটি অনুষ্ঠিত হবে। পূর্বে নির্ধারিত সভাটি অঘোষিত কারণে স্থগিত করে নতুন করে এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন সময়সূচিতে অডিট রিপোর্ট এবং ডিভিডেন্ড ঘোষণাসহ কোম্পানির সার্বিক আর্থিক অবস্থা পর্যালোচনা করা হবে।

যদিও গত বছর ২০২৪ সালে ডেসকো শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, তখন শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ১২ টাকা ৭২ পয়সা। তবে ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান উল্লেখযোগ্যভাবে কমে ১ টাকা ৯৮ পয়সা হয়েছে, যা আগের বছরের একই সময়ের ৬ টাকা ৮১ পয়সা লোকসানের তুলনায় বেশ ইতিবাচক।

কোম্পানিটির ৩৯৭ কোটি ৫৭ লাখ টাকা পরিশোধিত মূলধনের বিপরীতে রিজার্ভে রয়েছে ১ হাজার ১০৯ কোটি ৯৭ লাখ টাকা। কোম্পানিটির এই বিশাল রিজার্ভ থাকার কারণে শেয়ারহোল্ডাররা আশাবাদী যে, আগের বছরের মতোই এবারও ডিভিডেন্ড দেওয়া যেতে পারে।

ঢাকা/এসএইচ