ডেল্টা লাইফের তিন প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

- আপডেট: ১১:৪৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
- / ১০৫৯৬ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২২ সালের প্রথম তিন প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
৩১ মার্চ, ২০২২ সমাপ্ত প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৩ হাজার ৯৪৪ কোটি ৭০ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৩ হাজার ৮৬৬ কোটি ৯৯ লাখ টাকা।
২০২২ সালের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ফান্ডের আকার বেড়েছে ৭৭ কোটি ৭১ লাখ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির ব্যয় ছিল ২৬২ কোটি ৪৩ লাখ টাকা।
৩০ জুন, ২০২২ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৩ হাজার ৯৭৫ কোটি ৭৮ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে লাইফ ফান্ডের পরিমাণ ছিলো ৩ হাজার ৮৭৫ কোটি ২৪ লাখ টাকা।
২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ফান্ডের পরিমাণ বেড়েছে ১০০ কোটি ৫৩ লাখ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির ব্যয় ছিল ২৫২ কোটি ৩০ লাখ টাকা।
আরও পড়ুন: সূচকের পতনে চলছে লেনদেন
৩০ সেপ্টেম্বর, ২০২২ সমাপ্ত তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৩ হাজার ৯৯০ কোটি ৮৬ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৩ হাজার ৮৭৪ কোটি ৫১ লাখ টাকা।
২০২২ সালের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ফান্ডের পরিমাণ বেড়েছে ১১৬ কোটি ৩৫ লাখ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির ব্যয় ছিল ২২৮ কোটি ৯৪ লাখ টাকা।
ঢাকা/এসএইচ