ঢাকায় আসছে জার্মান সংসদীয় প্রতিনিধি দল

- আপডেট: ০৬:৪৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
- / ১০৩৮৪ বার দেখা হয়েছে
দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য জার্মানির ছয় সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দল আগামী বুধবার (২২ ফেব্রুয়ারি) পাঁচ দিনের সফরে ঢাকা আসছে। সফরকালে তারা বাংলাদেশ সরকার ও সংসদীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি সুশীল সমাজ ও ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক করবেন।
আজ রবিবার (১৯ ফেব্রুয়ারি) জার্মান দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিপক্ষীয় সম্পর্ক ছাড়াও রাজনীতি, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, বাণিজ্য, অভিবাসন, উন্নয়ন সহযোগিতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা করবে প্রতিনিধি দল।
আরও পড়ুন: আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না খালেদা জিয়া: আইনমন্ত্রী
জার্মান প্রতিনিধি দলের সদস্যরা হচ্ছেন- রেনাটে কানসাট, আন্দ্রে হান, পল লেহরেইডার, রিয়া শ্রুডার, আন্দ্রেয়াস লারেম ও মালটে কফম্যান।
ঢাকা/টিএ