০৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

ঢাকায় বসবাসরত নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:১৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
  • / ১০৩৯৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ঢাকায় রাজনৈতিক সংঘাতের আশঙ্কায় যুক্তরাষ্ট্র এখানে বসবাসরত নাগরিকদের সতর্ক করেছে। বুধবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস নিজস্ব ওয়েবসাইটে এ বিষয়ে এক বিবৃতি দেয়। 

এতে বলা হয়, ‘২০২৪ সালের আগে অথবা ওই বছরের জানুয়ারিতে বাংলাদেশে পরবর্তী জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। এ প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো সভাসমাবেশ ও অন্য নির্বাচনকেন্দ্রীক কর্মকাণ্ড এরই মধ্যে শুরু করেছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে, তত ঘন ঘন রাজনৈতিক সভাসমাবেশ, বিক্ষোভ হতে পারে। এর তীব্রতাও বাড়তে পারে। এরই মধ্যে ১০ ডিসেম্বর ঢাকার ভিন্ন এলাকায় র‌্যালি ঘোষণা করেছে বাংলাদেশের বড় দুই রাজনৈতিক দল’।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিবৃতিতে বলা হয়, ‘এতে সংঘাত ও সহিংসতা বৃদ্ধি পেতে পারে। ফলে (বাংলাদেশে অবস্থানরত) মার্কিন নাগরিকদের নজরদারি বাড়িয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে’।

পরামর্শ হিসেবে বলা হয়, ‘আপনার উচিৎ হবে প্রতিবাদ বিক্ষোভ এড়িয়ে চলা। কোনো বড় সমাবেশের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।’

আরও পড়ুন: একাদশে অনলাইনে ভর্তির আবেদন শুরু ৮ ডিসেম্বর

পরামর্শ দেওয়া হয়েছে ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা খতিয়ে দেখতে, চারপাশের বিষয়ে সচেতন থাকতে। এর মধ্যে আছে স্থানীয় বিভিন্ন ইভেন্ট। 

পরামর্শ দেওয়া হয়েছে পরিবর্তিত পরিস্থিতির বিষয়ে স্থানীয় সংবাদ মাধ্যম মনিটর করতে। অনুরোধ করা হয়েছে সব সময় নিজের সঙ্গে চার্জযুক্ত মোবাইল ফোন বহন করতে, যাতে জরুরি প্রয়োজনে যোগাযোগ করা যায়।

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ঢাকায় বসবাসরত নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস

আপডেট: ০৮:১৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: ঢাকায় রাজনৈতিক সংঘাতের আশঙ্কায় যুক্তরাষ্ট্র এখানে বসবাসরত নাগরিকদের সতর্ক করেছে। বুধবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস নিজস্ব ওয়েবসাইটে এ বিষয়ে এক বিবৃতি দেয়। 

এতে বলা হয়, ‘২০২৪ সালের আগে অথবা ওই বছরের জানুয়ারিতে বাংলাদেশে পরবর্তী জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। এ প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো সভাসমাবেশ ও অন্য নির্বাচনকেন্দ্রীক কর্মকাণ্ড এরই মধ্যে শুরু করেছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে, তত ঘন ঘন রাজনৈতিক সভাসমাবেশ, বিক্ষোভ হতে পারে। এর তীব্রতাও বাড়তে পারে। এরই মধ্যে ১০ ডিসেম্বর ঢাকার ভিন্ন এলাকায় র‌্যালি ঘোষণা করেছে বাংলাদেশের বড় দুই রাজনৈতিক দল’।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিবৃতিতে বলা হয়, ‘এতে সংঘাত ও সহিংসতা বৃদ্ধি পেতে পারে। ফলে (বাংলাদেশে অবস্থানরত) মার্কিন নাগরিকদের নজরদারি বাড়িয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে’।

পরামর্শ হিসেবে বলা হয়, ‘আপনার উচিৎ হবে প্রতিবাদ বিক্ষোভ এড়িয়ে চলা। কোনো বড় সমাবেশের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।’

আরও পড়ুন: একাদশে অনলাইনে ভর্তির আবেদন শুরু ৮ ডিসেম্বর

পরামর্শ দেওয়া হয়েছে ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা খতিয়ে দেখতে, চারপাশের বিষয়ে সচেতন থাকতে। এর মধ্যে আছে স্থানীয় বিভিন্ন ইভেন্ট। 

পরামর্শ দেওয়া হয়েছে পরিবর্তিত পরিস্থিতির বিষয়ে স্থানীয় সংবাদ মাধ্যম মনিটর করতে। অনুরোধ করা হয়েছে সব সময় নিজের সঙ্গে চার্জযুক্ত মোবাইল ফোন বহন করতে, যাতে জরুরি প্রয়োজনে যোগাযোগ করা যায়।

ঢাকা/এসএ