তবুও কৃষকদের পক্ষেই আছেন ট্রুডো

- আপডেট: ১১:৩০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
- / ১০৩৪৪ বার দেখা হয়েছে
ভারতের কৃষক আন্দোলনের পক্ষে মন্তব্য করেছিলেন কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এতে সমালোচনায় পড়তে হয় তাকে। ভারতের বিবৃতি এবং কানাডার হাইকমিশনারকে তলব পর্যন্ত করা হয়েছে। এরপরও নিজের অবস্থানে অনড় ট্রুডো। কৃষক অন্দোলনের পক্ষেই আছেন তিনি।
শুক্রবার তিনি জানিয়েছেন, ‘কানাডা সারা পৃথিবীজুড়েই সমস্ত শান্তিপূর্ণ আন্দোলনের পাশে আছে এবং থাকবে। আমরা খুশি যে, আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে সরকার উদ্যোগ নিচ্ছে।’
অবশ্য এবারের বক্তব্যে নরম সুরে বলেছেন তিনি। হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়েছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কৃষি আন্দোলন নিয়ে সমর্থন জানালেও এবার অবস্থান নরম করার চেষ্টা করেছেন তিনি। ‘শান্তিপূর্ণ বিক্ষোভের’ পক্ষে কানাডা উল্লেখ করেছেন ট্রুডো।
ভারতে কৃষকদের বিক্ষোভ এবং বিরোধী দলগুলোর অনুরোধ উপেক্ষা করে গত ২৭ সেপ্টেম্বর কৃষি সংস্কার সংক্রান্ত তিনটি বিতর্কিত বিল পাস হয়। এরপর থেকে তা বাতিলের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন দেশটির কৃষকরা।
এরমধ্যে ট্রুডো আর তার ক্যাবিনেটের কয়েকজন সদস্য ভারতে চলা কৃষক আন্দোলন নিয়ে মন্তব্য করায় ভারতে নিযুক্ত কানাডার হাইকমিশনারকে তলব করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
এছাড়া বৃহস্পতিবার ভারতের জারি করা একটি বিবৃতিতে বলা হয়, এই মন্তব্য ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। এমন চলতে থাকলে দু’দেশের সম্পর্কে প্রভাব পড়তে বাধ্য’।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, দু’দেশের সম্পর্ক নষ্ট হওয়ার কথা ভারত বললেও শেষপর্যন্ত নিজের অবস্থান থেকে সরলেন না ট্রুডো।