০৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

তরুণরাই আগামীর আলোকিত মানবিক বিশ্ব গঠন করবে: ড. শিরীন শারমিন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৫৭:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
  • / ১০৪০৬ বার দেখা হয়েছে

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তরুণ শিক্ষার্থীদের চিন্তা ও মননে পরমত সহিষ্ণুতা, সকলের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান এবং দেশপ্রেমের মতো মৌলিক মূল্যবোধগুলো গেঁথে দিতে হবে। তিনি বলেন, তরুণরাই আগামীর আলোকিত মানবিক বিশ্ব গঠন করবে।

শনিবার (৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ঢাকা ইউনিভার্সিটি সোসিওলজি অ্যালামনাই রিইউনিয়ন ‘প্রাণের মেলা ২০২৩’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাসোসিয়েশনের সভাপতি ড. কামাল আবদুল নাসের চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহাসচিব ড. ফেরদৌস জামান স্বাগত বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সাদেকা হালিম, উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আখতারুজ্জামান এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক সাবেক সিনিয়র সচিব আখতার হোসেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। প্রধানমন্ত্রী জলবায়ুর বিরূপ প্রভাব থেকে দেশকে মুক্ত রাখতে বদ্বীপ পরিকল্পনা -২১০০ও গ্রহণ করেছেন।’

তিনি বলেন, ‘প্রতিটি অ্যালামনাই রিইউনিয়নে প্রবীণ ও নবীনের মাঝে এক অপূর্ব যোগসূত্র রচিত হয়, যা সমাজকে এগিয়ে নিতে ভূমিকা রাখে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে অ্যালামনাইরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যে প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন, তা আগামীতেও অব্যাহত রাখতে হবে।’

আরও পড়ুন: সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ

সোসিওলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অনুদান ও বৃত্তি প্রদানসহ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়তা প্রদান করছে-উদ্যোগকে স্বাগত জানিয়ে স্পিকার বলেন, ‘এই অ্যাসোসিয়েশনকে সমাজবিজ্ঞান বিভাগসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও গঠনমূলক কার্যক্রমে সহায়তা করার প্রয়াস নিতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে নিজস্ব অবস্থান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবার জন্য সচেতনভাবে কাজ করতে হবে।’

স্পিকার এ সময় ঢাকা ইউনিভার্সিটি সোসিওলজি অ্যালামনাই রিইউনিয়নের শুভ উদ্বোধন করেন এবং সমাজবিজ্ঞান বিভাগ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন৷

অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি সোসিওলজি বিভাগের অ্যালামনাইরা, শিক্ষক ও শিক্ষার্থীরা, আমন্ত্রিত অতিথিরা, গণ্যমান্য ব্যক্তিসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

তরুণরাই আগামীর আলোকিত মানবিক বিশ্ব গঠন করবে: ড. শিরীন শারমিন

আপডেট: ০৫:৫৭:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তরুণ শিক্ষার্থীদের চিন্তা ও মননে পরমত সহিষ্ণুতা, সকলের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান এবং দেশপ্রেমের মতো মৌলিক মূল্যবোধগুলো গেঁথে দিতে হবে। তিনি বলেন, তরুণরাই আগামীর আলোকিত মানবিক বিশ্ব গঠন করবে।

শনিবার (৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ঢাকা ইউনিভার্সিটি সোসিওলজি অ্যালামনাই রিইউনিয়ন ‘প্রাণের মেলা ২০২৩’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাসোসিয়েশনের সভাপতি ড. কামাল আবদুল নাসের চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহাসচিব ড. ফেরদৌস জামান স্বাগত বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সাদেকা হালিম, উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আখতারুজ্জামান এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক সাবেক সিনিয়র সচিব আখতার হোসেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। প্রধানমন্ত্রী জলবায়ুর বিরূপ প্রভাব থেকে দেশকে মুক্ত রাখতে বদ্বীপ পরিকল্পনা -২১০০ও গ্রহণ করেছেন।’

তিনি বলেন, ‘প্রতিটি অ্যালামনাই রিইউনিয়নে প্রবীণ ও নবীনের মাঝে এক অপূর্ব যোগসূত্র রচিত হয়, যা সমাজকে এগিয়ে নিতে ভূমিকা রাখে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে অ্যালামনাইরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যে প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন, তা আগামীতেও অব্যাহত রাখতে হবে।’

আরও পড়ুন: সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ

সোসিওলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অনুদান ও বৃত্তি প্রদানসহ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়তা প্রদান করছে-উদ্যোগকে স্বাগত জানিয়ে স্পিকার বলেন, ‘এই অ্যাসোসিয়েশনকে সমাজবিজ্ঞান বিভাগসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও গঠনমূলক কার্যক্রমে সহায়তা করার প্রয়াস নিতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে নিজস্ব অবস্থান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবার জন্য সচেতনভাবে কাজ করতে হবে।’

স্পিকার এ সময় ঢাকা ইউনিভার্সিটি সোসিওলজি অ্যালামনাই রিইউনিয়নের শুভ উদ্বোধন করেন এবং সমাজবিজ্ঞান বিভাগ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন৷

অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি সোসিওলজি বিভাগের অ্যালামনাইরা, শিক্ষক ও শিক্ষার্থীরা, আমন্ত্রিত অতিথিরা, গণ্যমান্য ব্যক্তিসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/এসএ