১০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

তারুণ্যের উৎসবে ব্যাংক কর্মকর্তাদের অংশগ্রহণের নির্দেশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:২৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / ১০৩৩৫ বার দেখা হয়েছে

৫ আগস্ট রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’। এ উপলক্ষ্যে ঢাকায় আয়োজিত শোভাযাত্রাকে সফল করতে ব্যাংক কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এ বিষয়ে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের উদ্দেশে একটি চিঠি পাঠিয়েছে, যেখানে শোভাযাত্রায় নিজ নিজ ব্যাংকের ব্যানারসহ উপস্থিত নিশ্চিত করতে বলা হয়েছে। কয়েকটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি দপ্তর ও সংস্থাগুলোর অংশগ্রহণে রাজধানীর বিজয় সরণি, তেজগাঁও ও নভোথিয়েটার এলাকাজুড়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এ আয়োজন সফল করতে প্রতিটি ব্যাংকের নিজস্ব ব্যানারসহ অংশগ্রহণ একান্ত কাম্য।

আরও পড়ুন: আমদানি-রপ্তানি শুল্ক ও কর কাঠামোতে বড় পরিবর্তন আনলো সরকার

এতে আরও বলা হয়, ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বয়ে আয়োজিত শোভাযাত্রাটি আগামীকাল (মঙ্গলবার) দুপুর ১টায় শুরু হবে। এতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগসহ সরকারি ও বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের অংশগ্রহণ করতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পর বিভিন্ন ব্যাংক তাদের নিজস্ব ব্যানার তৈরি করছে। প্রধান কার্যালয়সহ ঢাকার বিভিন্ন শাখা থেকে কর্মকর্তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে চিঠি ও মৌখিক নির্দেশনা পাঠানো হয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

তারুণ্যের উৎসবে ব্যাংক কর্মকর্তাদের অংশগ্রহণের নির্দেশ

আপডেট: ০৪:২৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

৫ আগস্ট রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’। এ উপলক্ষ্যে ঢাকায় আয়োজিত শোভাযাত্রাকে সফল করতে ব্যাংক কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এ বিষয়ে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের উদ্দেশে একটি চিঠি পাঠিয়েছে, যেখানে শোভাযাত্রায় নিজ নিজ ব্যাংকের ব্যানারসহ উপস্থিত নিশ্চিত করতে বলা হয়েছে। কয়েকটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি দপ্তর ও সংস্থাগুলোর অংশগ্রহণে রাজধানীর বিজয় সরণি, তেজগাঁও ও নভোথিয়েটার এলাকাজুড়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এ আয়োজন সফল করতে প্রতিটি ব্যাংকের নিজস্ব ব্যানারসহ অংশগ্রহণ একান্ত কাম্য।

আরও পড়ুন: আমদানি-রপ্তানি শুল্ক ও কর কাঠামোতে বড় পরিবর্তন আনলো সরকার

এতে আরও বলা হয়, ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বয়ে আয়োজিত শোভাযাত্রাটি আগামীকাল (মঙ্গলবার) দুপুর ১টায় শুরু হবে। এতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগসহ সরকারি ও বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের অংশগ্রহণ করতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পর বিভিন্ন ব্যাংক তাদের নিজস্ব ব্যানার তৈরি করছে। প্রধান কার্যালয়সহ ঢাকার বিভিন্ন শাখা থেকে কর্মকর্তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে চিঠি ও মৌখিক নির্দেশনা পাঠানো হয়েছে।

ঢাকা/এসএইচ