১১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

তালিকাভুক্ত ছয় ব্যাংক অডিট করবে দুই আন্তর্জাতিক প্রতিষ্ঠান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • / ১০৫৬৬ বার দেখা হয়েছে

অনিয়ম-দুর্নীতির কারণে সংকটে পড়া ছয় ব্যাংকের সম্পদের মান পর্যালোচনায় দুটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠান দুটি হলো আর্নেস্ট অ্যান্ড ইয়াং ও কেপিএমজি। কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে, এই নিরীক্ষায় অর্থায়ন করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

যে ছয় ব্যাংকে নিরীক্ষা শুরু হবে সেগুলো হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।

তথ্য মতে, আর্নেস্ট অ্যান্ড ইয়াং নিরীক্ষা করবে গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও আইসিবি ইসলামিক ব্যাংকের সম্পদের মান। কেপিএমজি নিরীক্ষা করবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের সম্পদের মান।

আরও পড়ুন: ‘পাচারকৃত অর্থ উদ্ধারই এখন ইসলামী ব্যাংকের বড় চ্যালেঞ্জ’

আলোচ্য ব্যাংকগুলোর মধ্যে চারটি ব্যাংকের মালিকানা ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এস আলম গ্রুপের হাতে। দেশে গত আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক।

এডিবির একাধিক প্রতিনিধি ইতিমধ্যে বাংলাদেশে এসেছেন। তাঁরাই এই ব্যাংকগুলোর সম্পদের মান পর্যালোচনার পরামর্শ দেন। ইতিমধ্যে ব্যাংকগুলোর কাছে এ নিয়ে তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি নিরীক্ষা দলকে সর্বোচ্চ সহায়তা করতে বলা হয়েছে ছয় ব্যাংকের চেয়ারম্যানদের।

জানা গেছে, গত বৃহস্পতিবার ও গতকাল রোববার এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ শীর্ষ কর্মকর্তারা ব্যাংক ছয়টির চেয়ারম্যানের সঙ্গে সভা করেন। সভায় এডিবির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সভায় নিরীক্ষকদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, প্রাথমিক পরিদর্শনে এসব ব্যাংক থেকে বড় অঙ্কের অর্থ নামে-বেনামে বের করে নেওয়ার চিত্র পাওয়া গেছে। এখন আন্তর্জাতিক দুই প্রতিষ্ঠান ঋণের গতিপথ, কারা দোষী ও সুবিধাভোগী তা বের করবে। পাশাপাশি এসব ব্যাংকের সম্পদের মান নির্ধারণ করে দেবে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

তালিকাভুক্ত ছয় ব্যাংক অডিট করবে দুই আন্তর্জাতিক প্রতিষ্ঠান

আপডেট: ০৬:০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

অনিয়ম-দুর্নীতির কারণে সংকটে পড়া ছয় ব্যাংকের সম্পদের মান পর্যালোচনায় দুটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠান দুটি হলো আর্নেস্ট অ্যান্ড ইয়াং ও কেপিএমজি। কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে, এই নিরীক্ষায় অর্থায়ন করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

যে ছয় ব্যাংকে নিরীক্ষা শুরু হবে সেগুলো হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।

তথ্য মতে, আর্নেস্ট অ্যান্ড ইয়াং নিরীক্ষা করবে গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও আইসিবি ইসলামিক ব্যাংকের সম্পদের মান। কেপিএমজি নিরীক্ষা করবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের সম্পদের মান।

আরও পড়ুন: ‘পাচারকৃত অর্থ উদ্ধারই এখন ইসলামী ব্যাংকের বড় চ্যালেঞ্জ’

আলোচ্য ব্যাংকগুলোর মধ্যে চারটি ব্যাংকের মালিকানা ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এস আলম গ্রুপের হাতে। দেশে গত আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক।

এডিবির একাধিক প্রতিনিধি ইতিমধ্যে বাংলাদেশে এসেছেন। তাঁরাই এই ব্যাংকগুলোর সম্পদের মান পর্যালোচনার পরামর্শ দেন। ইতিমধ্যে ব্যাংকগুলোর কাছে এ নিয়ে তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি নিরীক্ষা দলকে সর্বোচ্চ সহায়তা করতে বলা হয়েছে ছয় ব্যাংকের চেয়ারম্যানদের।

জানা গেছে, গত বৃহস্পতিবার ও গতকাল রোববার এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ শীর্ষ কর্মকর্তারা ব্যাংক ছয়টির চেয়ারম্যানের সঙ্গে সভা করেন। সভায় এডিবির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সভায় নিরীক্ষকদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, প্রাথমিক পরিদর্শনে এসব ব্যাংক থেকে বড় অঙ্কের অর্থ নামে-বেনামে বের করে নেওয়ার চিত্র পাওয়া গেছে। এখন আন্তর্জাতিক দুই প্রতিষ্ঠান ঋণের গতিপথ, কারা দোষী ও সুবিধাভোগী তা বের করবে। পাশাপাশি এসব ব্যাংকের সম্পদের মান নির্ধারণ করে দেবে।

ঢাকা/এসএইচ