পাকিস্তানের আকাশে নিষিদ্ধ ভারত
তিন এয়ারলাইন্সের শেয়ারের দরপতন

- আপডেট: ০৫:৫৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
- / ১০৩২৩ বার দেখা হয়েছে
কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে বেড়েই চলেছে উত্তেজনা। জঙ্গি হামলার দায় চাপানোর প্রতিবাদে ভারতের বিমান নিজেদের আকাশসীমায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান। যার সরাসরি প্রভাব পরেছে দেশটির পুঁজিবাজারের তালিকাভুক্ত এভিয়েশন খাতের তিনটি কোম্পানিতে। প্রভাব পরেছে দেশটির পুঁজিবাজারেও।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) লেনদেন শেষে ভারতের এভিয়েশন খাতের কোম্পানি গ্লোবাল ভেক্ট্রা, ইন্টারগ্লোব এভিয়েশন (ইন্ডিগো এয়ারলাইন্স) এবং জেট এয়ারওয়েজের দরপতনের সাক্ষী হয়েছে দেশটির পুঁজিবাজার।
এদিন হেলিকপ্টার পরিচালনাকারী প্রতিষ্ঠান গ্লোবাল ভেক্ট্রা বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) ১ দশমিক ৯২ শতাংশ দরপতনের পর কোম্পানিটির শেয়ারদর ঠেকেছে ২৩২ টাকা ৮৫ পয়সায়। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) কোম্পানিটির দরপতন হয়েছে ২ দশমিক ১৬ শতাংশ।
সুপরিচিত এয়ারলাইন্স কোম্পানি ইন্ডিগো এয়ারলাইন্স বা ইন্টারগ্লোব এভিয়েশন কোম্পানি বিএসইতে ৩ দশমিক ৭৫ শতাংশ দরপতনের পর কোম্পানিটির শেয়ারদর ঠেকেছে ৫ হাজার ৩১৩ টাকা ২০ পয়সায়। এনএসইতেও কোম্পানিটির ৩ দশমিক ৭৫ শতাংশ শেয়ারদর পতন হয়েছে।
আরেক সুপরিচিত এয়ারলাইন্স কোম্পানি জেট এয়ারওয়েজ বিএসইতে ৫ শতাংশ শেয়ারদর পতনের শিকার হয়েছে। পতনের পর কোম্পানিটির শেয়ারের দাম ঠেকেছে ৩৪ টাকা ০৪ পয়সায়। এনএসইতে কোম্পানিটি ৫ দশমিক ০১ শতাংশ শেয়ারদর হারিয়েছে। অন্যদিকে, ভারত-পাকিস্তানের উত্তেজনার পারদ জেরে পর পর দু’দিন নিম্নমুখী সেনসেক্স ও নিফটি।
আরও পড়ুন: গত সপ্তাহে ব্লক মার্কেটে ১০০ কোটি টাকার লেনদেন
শুক্রবার লেনদেন শেষে বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্স সূচক ৫৮৮ দশমিক ৯০ পয়েন্ট কমেছে । এর মাধ্যমে সূচকটি ৭৯ হাজার ২১২ দশমিক ৫৩ পয়েন্টে নেমেছে। এছাড়াও ২০৭ দশমিক ৩৫ পয়েন্ট পতনের পর ২৪ হাজার ৩৯ দশমিক ৩৫ পয়েন্টে থেমেছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) নিফটি সূচক। তথ্যপ্রযুক্তি বাদ দিলে দিনভর বাকি সমস্ত কোম্পানি ছিল রেড জ়োনে। ধাতু সংকর, রাষ্ট্রায়ত্ত, টেলিকম, বিদ্যুৎ, তেল ও গ্যাস এবং রিয়্যাল এস্টেট কোম্পানিগুলোর ক্ষেত্রে দুই থেকে তিন শতাংশ পর্যন্ত কমেছে শেয়ার দর।
ঢাকা/টিএ