তিন খাতে ভর করে বেড়েছে লেনদেন

- আপডেট: ০৪:০৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
- / ১০৪৮৯ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (১৭ অক্টোবর) তিন খাতের উপর ভর করে লেনদেন বেড়েছে প্রায় শত কোটি টাকা। লেনদেন বাড়ার পিছনে সব চেয়ে বেশি অবদান রয়েছে খাদ্য ও আনুষাঙ্গিক খাত, সাদারণ বীমা খাত এবং ঔষধ ও রসায়ন খাতের। আজ ডিএসইর প্রধান মূল্য সূচক ৮ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে লেনদেন শেষ হয়েছে। এদিনও ডিএসইতে অপরিবর্তিত ছিল অধিকাংশ কোম্পানির শেয়ার দর। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই, সিএসই ও আমার স্টক সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
মঙ্গলবার ডিএসইতে ৫৭২ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৯৬ কোটি ১৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪৭৬ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সূত্র মতে, মঙ্গলবার ডিএসইর লেনদেন বাড়ায় সবচেয়ে বেশি অবদান খাদ্য ও আনুষাঙ্গিক খাতের। ডিএসইর মোট লেনদেনের ১৯.৪০ শতাংশ বা ৯৫ কোটি ৯৩ লাখ টাকা লেনদেন হয়েছে এই খাতে।
খাদ্য ও আনুষাঙ্গিক খাতের সবচেয়ে বেশি লেনদেন করেছে জেমিনি সী ফুড লিমিটেড। আজ কোম্পানিটির ২৮ কোটি ৩১ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ খাদ্য ও আনুষাঙ্গিক খাতের লেনদেনে অংশ নেয়া এই খাতের ২১টি কোম্পানির মধ্যে ১১টির দর বেড়েছে, ৩টির কমেছে এবং ৬টির দর অপরিবর্তিত ছিল।
দ্বিতীয় স্থানে রয়েছে সাধারন বীমা খাত। ডিএসইর মোট লেনদেনের ১২.৬০ শতাংশ বা ৫৯ কোটি ৬৬ লাখ টাকা লেনদেন হয়েছে এই খাতে।
সাধারন বীমা খাতের সবচেয়ে বেশি লেনদেন করেছে ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির ৮ কোটি ৭৯ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ সাধারন বীমা খাতের লেনদেনে অংশ নেয়া এই খাতের ৪৩টি কোম্পানির মধ্যে ২টির দর বেড়েছে, ৩৮টির দর কমেছে এবং ১টির দর অপরিবর্তিত ছিল।
তৃতীয় স্থানে রয়েছে ঔষধ ও রসায়ন খাত। ডিএসইর মোট লেনদেনের ১১.৮৫ শতাংশ বা ৫৮ কোটি ৬২ লাখ টাকা লেনদেন হয়েছে এই খাতে।
ঔষধ ও রসায়ন খাতের সবচেয়ে বেশি লেনদেন করেছে কহিনুর কেমিক্যাল লিমিটেড। আজ কোম্পানিটির ১৫ কোটি ৩৫লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ ঔষধ ও রসায়ন খাতের লেনদেনে অংশ নেয়া এই খাতের ৩৪টি কোম্পানির মধ্যে ৮টির দর বেড়েছে, ১টির দর কমেছে এবং ২০টির দর অপরিবর্তিত ছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৮ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭১টির।
আরও পড়ুন: পুঁজিবাজারকে তিন দশক ধরে পিছিয়ে রাখা হয়েছিল: শিবলী রুবাইয়াত
অপর পুঁজিবাজার সিএসই’র প্রধান সূচক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৬৫ পয়েন্টে। সিএসইতে ১৪২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৫টির, কমেছে ৩২টির ও অপরিবর্তিত রয়েছে ৫৫টির দাম।
দিন শেষে সিএসইতে ৯ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের লেনদেন হয়েছিল ১৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার।
ঢাকা/টিএ