০১:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪

দলের সঙ্গেই থাকছে সাকিব

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৫৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
  • / ১০২৩৯ বার দেখা হয়েছে

সাকিব দেশে ফিরে যাবেন, এ আলোচনাটা ওঠে গত রাতেই। যেহেতু মা ও সন্তানেরা অসুস্থ, তাই মানসিকভাবে বিপর্যন্ত অলরাউন্ডারকে আগামী ২৩ মার্চ হতে যাওয়া শেষ ওয়ানডে খেলেই দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সে দিন দেশে ফেরার বিমানের টিকিট পাওয়া যায়নি। পাওয়া যায় আজ সোমবারের টিকিট। সিদ্ধান্ত হয়, আজই তাঁকে দেশে ফেরত পাঠানো হবে। কিন্তু সাকিব শেষ ওয়ানডেটা খেলতে চান। তাই তিনি আপাতত দলের সঙ্গেই থাকছেন।

বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদও সেটিই বলেছেন, ‘সাকিবের একটা মেডিকেল ইমারজেন্সি আছে। ওর পরিবারে অনেকেই অসুস্থ। সে কারণেই ওর মনে একটা দ্বিধা তো আছেই। ঢাকাতেও পরিবারের সঙ্গে আসা–যাওয়া নিয়ে কথা বলছে। টিকিট বুক করতে হচ্ছে ওর জন্য। আজ রাতে সে চলে যাবে এমন একটা কথা ছিল। কিন্তু সাকিব নিজেই রাজি নয় যেতে, সে খেলেই যাবে। আমি এটিই বলতে পারি, ওর যাওয়ার কথা ছিল ঠিকই, কিন্তু সে এখন শেষ ওয়ানডেটি খেলবে।’

মাহমুদ বললেন, সাকিব খুব করেই চান সিরিজটা জিততে, ‘সে খেলার ব্যাপারে মুখিয়ে আছে। প্রথম ম্যাচে তো ম্যান অব দ্য ম্যাচ হলো, দ্বিতীয় ম্যাচে রান পায়নি, কিন্তু বোলিংটা খুব ভালো করেছে। সে খেলতে চায়, সিরিজটা জিততে চায়। ওকে ছাড়া টিম কম্বিনেশন বানানো যে কতটা কঠিন, সেটি সে জানে। তবে দারুণ একটা ব্যাপার, সাকিব দেশের জন্য ত্যাগ স্বীকার করছে। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্যও দুর্দান্ত একটা ব্যাপার। আমরাও আশা করি সাকিবের পরিবারের সবকিছু ঠিকঠাক থাকবে। সবাই সুস্থ থাকবে।’

ঢাকা/টিএ

শেয়ার করুন

x

দলের সঙ্গেই থাকছে সাকিব

আপডেট: ০৭:৫৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২

সাকিব দেশে ফিরে যাবেন, এ আলোচনাটা ওঠে গত রাতেই। যেহেতু মা ও সন্তানেরা অসুস্থ, তাই মানসিকভাবে বিপর্যন্ত অলরাউন্ডারকে আগামী ২৩ মার্চ হতে যাওয়া শেষ ওয়ানডে খেলেই দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সে দিন দেশে ফেরার বিমানের টিকিট পাওয়া যায়নি। পাওয়া যায় আজ সোমবারের টিকিট। সিদ্ধান্ত হয়, আজই তাঁকে দেশে ফেরত পাঠানো হবে। কিন্তু সাকিব শেষ ওয়ানডেটা খেলতে চান। তাই তিনি আপাতত দলের সঙ্গেই থাকছেন।

বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদও সেটিই বলেছেন, ‘সাকিবের একটা মেডিকেল ইমারজেন্সি আছে। ওর পরিবারে অনেকেই অসুস্থ। সে কারণেই ওর মনে একটা দ্বিধা তো আছেই। ঢাকাতেও পরিবারের সঙ্গে আসা–যাওয়া নিয়ে কথা বলছে। টিকিট বুক করতে হচ্ছে ওর জন্য। আজ রাতে সে চলে যাবে এমন একটা কথা ছিল। কিন্তু সাকিব নিজেই রাজি নয় যেতে, সে খেলেই যাবে। আমি এটিই বলতে পারি, ওর যাওয়ার কথা ছিল ঠিকই, কিন্তু সে এখন শেষ ওয়ানডেটি খেলবে।’

মাহমুদ বললেন, সাকিব খুব করেই চান সিরিজটা জিততে, ‘সে খেলার ব্যাপারে মুখিয়ে আছে। প্রথম ম্যাচে তো ম্যান অব দ্য ম্যাচ হলো, দ্বিতীয় ম্যাচে রান পায়নি, কিন্তু বোলিংটা খুব ভালো করেছে। সে খেলতে চায়, সিরিজটা জিততে চায়। ওকে ছাড়া টিম কম্বিনেশন বানানো যে কতটা কঠিন, সেটি সে জানে। তবে দারুণ একটা ব্যাপার, সাকিব দেশের জন্য ত্যাগ স্বীকার করছে। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্যও দুর্দান্ত একটা ব্যাপার। আমরাও আশা করি সাকিবের পরিবারের সবকিছু ঠিকঠাক থাকবে। সবাই সুস্থ থাকবে।’

ঢাকা/টিএ