০৮:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

দাবি আদায়ে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৪০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / ১০১৯০ বার দেখা হয়েছে

দাবি আদায় না হওয়া পর্যন্ত শহীদ মিনারে অবস্থান করবেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। এছাড়া সোমবার (১৩ অক্টোবর) থেকে দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির ডাক দিয়েছেন তারা।

রোববার (১২ অক্টোবর) দুপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর শহীদ মিনারে অবস্থান নিয়ে কর্মসূচি ঘোষণা করেন শিক্ষক নেতারা।

এদিকে শিক্ষকদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন শহীদ মিনারে পৌঁছে শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানান।

এ সময় তারা অন্তর্বর্তী সরকারকে মোনাফেক আখ্যা দিয়ে শিক্ষকদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান। একইসঙ্গে শিক্ষকদের প্রতি নির্দয় আচরণের জন্য ক্ষমা চাওয়ারও আহ্বান জানান।

দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকদের আন্দোলনে এনসিপি পাশে থাকবে বলেও ঘোষণা দেন এনসিপি নেতারা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

দাবি আদায়ে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি ঘোষণা

আপডেট: ০৬:৪০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

দাবি আদায় না হওয়া পর্যন্ত শহীদ মিনারে অবস্থান করবেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। এছাড়া সোমবার (১৩ অক্টোবর) থেকে দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির ডাক দিয়েছেন তারা।

রোববার (১২ অক্টোবর) দুপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর শহীদ মিনারে অবস্থান নিয়ে কর্মসূচি ঘোষণা করেন শিক্ষক নেতারা।

এদিকে শিক্ষকদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন শহীদ মিনারে পৌঁছে শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানান।

এ সময় তারা অন্তর্বর্তী সরকারকে মোনাফেক আখ্যা দিয়ে শিক্ষকদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান। একইসঙ্গে শিক্ষকদের প্রতি নির্দয় আচরণের জন্য ক্ষমা চাওয়ারও আহ্বান জানান।

দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকদের আন্দোলনে এনসিপি পাশে থাকবে বলেও ঘোষণা দেন এনসিপি নেতারা।

ঢাকা/এসএইচ