০২:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

দাড়িতে খুশকি হলে দ্রুত যা করবেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
  • / ১০৫৭৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: শীতে খুশকির সমস্যায় অনেকেই ভোগেন। মাথার ত্বকের পাশাপাশি দাড়িতেও খুশকি হয়। অনেকের তো আই ভ্রু থেকে শুরু করে চোখের পাপড়িতেও খুশকি দেখা দেয়। বিশেষ করে শীতে এ সমস্যা বেশি দেখা দেয়। তবে এর কারণ কী?

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এ বিষয়ে ভারতীয় চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মাধুরী আগরওয়াল বলছেন, দাড়িতে খুশকি হলে মুখের ত্বক আরও রুক্ষ্ম হতে শুরু করে। ফলে জ্বালা ও চুলকানি বাড়ে খুশকির সঙ্গে সঙ্গে।

তার মতে, এই খুশকির কারণ হতে পারে সোরিয়াসিস বা সেবোরিক ডার্মাটাইটিস। অনুপযুক্ত শেভিং কিটস ও অনিয়মিত স্বাস্থ্যবিধির কারণে এটি ঘটতে পারে।

এই বিশেষজ্ঞ আরও জানান, ম্যালাসেজিয়া নামক এক উপাদানের কারণেও বাড়তে পারে বিয়ার্ড ড্যানড্রফ। তবে এই বিয়ার্ড ড্যানড্রফ বা দাড়ির খুশকি থেকে মুক্তির উপায় কী?

হালকা গরম পানি ব্যবহার

মুখে গরম বা খুব ঠান্ডা পানির বদলে হালকা গরম পানি ব্যবহার করুন। ফরে ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হবে না ও ত্বক অতিরিক্ত শুষ্কও হয়ে উঠবে না।

দাড়ি আঁচড়াতে হবে

দাড়ির খুশকি দূর করতে নিয়মিত গোসলের আগে অবশ্যই শক্ত ব্রিসলস দেওয়া বিয়ার্ড্র ব্রাশ দিয়ে আলতোভাবে এক্সফোলিয়েট করুন। সার্কুলার মোশনে এক্সফোলিয়েট করলে সবচেয়ে ভালো ফল মিলবে।

ক্লিনজার ব্যবহার করুন

ভালো ক্লিনজার দিয়ে সব সময় দাড়ি পরিষ্কার করুন। প্রাকৃতিক উপাদানসমৃদ্ধ ও ল্যাকটিক অ্যাসিডযুক্ত ক্লিনজার দাড়ির জন্য সবচেয়ে ভালো। সপ্তাহে দু-তিন করলেই যথেষ্ট।

দাড়ির জন্য ভালো তেলের ব্যবহার

বাজারে এখন অনেক ধরনের বিয়ার্ড অয়েল, বাম বা ক্রিম কিনতে পাওয়া যায়। দাড়ির যত্নে সেসব ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

আরও পড়ুনঃদৈনিক মাখন খাওয়া শরীরের জন্য যে কারণে বিপজ্জনক

ঢাকা/এসএম

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

দাড়িতে খুশকি হলে দ্রুত যা করবেন

আপডেট: ০১:০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: শীতে খুশকির সমস্যায় অনেকেই ভোগেন। মাথার ত্বকের পাশাপাশি দাড়িতেও খুশকি হয়। অনেকের তো আই ভ্রু থেকে শুরু করে চোখের পাপড়িতেও খুশকি দেখা দেয়। বিশেষ করে শীতে এ সমস্যা বেশি দেখা দেয়। তবে এর কারণ কী?

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এ বিষয়ে ভারতীয় চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মাধুরী আগরওয়াল বলছেন, দাড়িতে খুশকি হলে মুখের ত্বক আরও রুক্ষ্ম হতে শুরু করে। ফলে জ্বালা ও চুলকানি বাড়ে খুশকির সঙ্গে সঙ্গে।

তার মতে, এই খুশকির কারণ হতে পারে সোরিয়াসিস বা সেবোরিক ডার্মাটাইটিস। অনুপযুক্ত শেভিং কিটস ও অনিয়মিত স্বাস্থ্যবিধির কারণে এটি ঘটতে পারে।

এই বিশেষজ্ঞ আরও জানান, ম্যালাসেজিয়া নামক এক উপাদানের কারণেও বাড়তে পারে বিয়ার্ড ড্যানড্রফ। তবে এই বিয়ার্ড ড্যানড্রফ বা দাড়ির খুশকি থেকে মুক্তির উপায় কী?

হালকা গরম পানি ব্যবহার

মুখে গরম বা খুব ঠান্ডা পানির বদলে হালকা গরম পানি ব্যবহার করুন। ফরে ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হবে না ও ত্বক অতিরিক্ত শুষ্কও হয়ে উঠবে না।

দাড়ি আঁচড়াতে হবে

দাড়ির খুশকি দূর করতে নিয়মিত গোসলের আগে অবশ্যই শক্ত ব্রিসলস দেওয়া বিয়ার্ড্র ব্রাশ দিয়ে আলতোভাবে এক্সফোলিয়েট করুন। সার্কুলার মোশনে এক্সফোলিয়েট করলে সবচেয়ে ভালো ফল মিলবে।

ক্লিনজার ব্যবহার করুন

ভালো ক্লিনজার দিয়ে সব সময় দাড়ি পরিষ্কার করুন। প্রাকৃতিক উপাদানসমৃদ্ধ ও ল্যাকটিক অ্যাসিডযুক্ত ক্লিনজার দাড়ির জন্য সবচেয়ে ভালো। সপ্তাহে দু-তিন করলেই যথেষ্ট।

দাড়ির জন্য ভালো তেলের ব্যবহার

বাজারে এখন অনেক ধরনের বিয়ার্ড অয়েল, বাম বা ক্রিম কিনতে পাওয়া যায়। দাড়ির যত্নে সেসব ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

আরও পড়ুনঃদৈনিক মাখন খাওয়া শরীরের জন্য যে কারণে বিপজ্জনক

ঢাকা/এসএম