১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪

দীর্ঘদিনের দাবি পূরণ হলেও পিছিয়ে ব্যাংক খাত!

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৫৪:৩০ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
  • / ১০৩০৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: চলতি বছরের আগস্ট মাসের পুরো সময়টাতেই দেশের পুঁজিবাজার লেনদেনে আশার আলো দেখতে পেয়েছেন বিনিয়োগকারীরা। এ সময়ে প্রায় প্রতিটি খাতের শেয়ারেরই দাম বেড়েছে। তবে ব্যাংক খাত এর বিনিয়োগকারীদের দীর্ঘদিনের দাবি ব্যাংক এক্সপোজার লিমিট ইস্যুতে সমাধান এলেও তার কোন প্রভাব পড়েনি লেনদেনে। টানা বাড়তে থাকা পুঁজিবাজারের এই সুসময়েও ব্যাংক খাতে তেমন পরিবর্তন আসেনি। তবে এই খাতের সার্বিক চিত্র বিনিয়োগকারীদের অনুকূলেই রয়েছে।

জানা গেছে, উভয় স্টক এক্সচেঞ্জে মোট ৩৩টি ব্যাংক তালিকাভুক্ত রয়েছে। এরমধ্যে গত বছর দুটি ছাড়া বাকি সবগুলো ডিভিডেন্ড দিয়েছে। এছাড়াও চলতি বছর অর্ধবার্ষিকের প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ৩২টি কোম্পানিই মুনাফায় রয়েছে। গত কয়েক বছর ধরেই মুনাফা ধারাবাহিকভাবে বাড়ছে ব্যাংক খাতে। এরমধ্যে চলতি বছর অর্ধবার্ষিকে ১৮টি ব্যাংক মুনাফা আরও বেড়েছে। দুটি ব্যাংকের মুনাফা একই আছে। আর কমেছে বাকি ১৩টির।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মূল্য আয়ের অনুপাত বা পিই রেশিও বিবেচনায় ব্যাংকের শেয়ারদর অন্য খাতের কোম্পানিগুলোর তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে। পুঁজিবাজারে কোনো কোম্পানির শেয়ারদরকে তার আয় দিয়ে ভাগ করলে এই অনুপাত পাওয়া যায়। অর্থাৎ যে হারে আয় করছে, সেটি বজায় থাকলে বর্তমান শেয়ারদর উঠে আসতে কত সময় লাগবে।

পুঁজিবাজারে পি ই রেশিও সাধারণত ১০ থেকে ১৫ কে আকর্ষণীয় বিবেচনা করা হয়। তবে ব্যাংক খাতে তা অনেকটাই কম। পুঁজিবাজারে ব্যাংকগুলোর মধ্যে এটি সবচেয়ে কম সাউথইস্ট ব্যাংকের ২.৭। এছাড়া মার্কেন্টাইল ব্যাংকে এই অনুপাত ৩.২৯, যমুনা ব্যাংকে ৩.৬, শাহজালাল ব্যাংকে ৪.০৪, প্রিমিয়ার ব্যাংকে ৪.৪২ এবং এক্সিম ব্যাংকে ৪.৭৪।

৬ এর নিচে অনুপাত আছে যেগুলোর, সেগুলো হলো: ব্যাংক এশিয়ায় ৫.০৫, এনসিসি ব্যাংকে ৫.৩, উত্তরা ব্যাংকে ৫.৩৫, ঢাকা ব্যাংকে ৫.৩৮, সিটি ব্যাংকে ৫.৫৬, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকে ৫.৫৭, ওয়ান ব্যাংকে ৫.৭১ এবং পূবালী ব্যাংকে ৫.৯৫।

৭ এর নিচে আছে ফার্স্ট সিকিউরিটি ও ইউনিয়ন ব্যাংকের ৬.০৩ করে এবং প্রাইম ব্যাংকের ৬.১৯।

পিই রেশিও ১০ এর নিচে যেসব ব্যাংকে, তার মধ্যে ইউসিবির আছে ৭.১৮ ইস্টার্ন ব্যাংকেক ৭.৩১, ট্রাস্ট ব্যাংকে ৭.৮৬, ইসলামী ব্যাংকে ৭.৮৮ এবং ডাচ্-বাংলায় ৯.০৮।

আল আরাফাহ ইসলামী ব্যাংকে পিই রেশিও ১০.১৭, এনআরবিসিতে ১১.৪৭, এবি ব্যাংকে ১২.৫, আইএফআইসি ব্যাংকে ১২.৭৯, এসআইবিএলে ১২.৯৬ এবং ব্র্যাক ব্যাংক ১৩.১৩।

১৫ এর বেশি পিই রেশিও কেবল চারটি ব্যাংকের। এর মধ্যে সাউথবাংলা ব্যাংকের ১৭.০৩, স্ট্যান্ডার্ড ২৯.৩৩, রূপালী ব্যাংকের ৪৬.৭২। আইসিবি ইসলামী ব্যাংকের পিই রেশিও ১৩৫ থাকাটাও উৎসাহ ব্যাঞ্জক এই কারণে যে, এই ব্যাংকটি প্রথমবারের মতো দুটি প্রান্তিক মিলিয়ে লোকসান থেকে বেরিয়ে এসেছে।

অন্যদিকে অর্ধবার্ষিকে শেয়ার প্রতি ৫৪ পয়সা লোকসান দেয়া এনবিএলের কোনো পিই রেশিও নেই। তবে শেয়ারদরে ব্যাংকের আয়, লভ্যাংশ, পিই রেশিও তার কোনো কিছুরই প্রভাব নেই। বেশিরভাগ ব্যাংকের শেয়ারদর তার বেঁধে দেয়া সর্বনিম্ন মূল্য বা ফ্লোর প্রাইসের আসেপাশে আছে।

সবচেয়ে কম পিই রেশিওর সাউথইস্ট ব্যাংকের ফ্লোর প্রাইস ১৩ টাকা ৮০ পয়সাতেই লেনদেন হচ্ছে বেশ কয়েকদিন ধরে।

পিই রেশিওর দিক থেকে দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে থাকা মার্কেন্টাইলের শেয়ারদর এখন ১৪ টাকা ৬০ পয়সা। এর ফ্লোর প্রাইস ১৩ টাকা ৬০ পয়সা।

পিই রেশিওর দিক থেকে তৃতীয় স্থানে থাকা যমুনা ব্যাংকের ফ্লোর প্রাইস ২১ টাকা ৩০ টাকা আর শেয়ারদর ২১ টাকা ৯০ পয়সা।

কেবল চলতি বছরের হিসাব নয়, গত কয়েক বছরে ব্যাংকগুলোর শেয়ারদরের বিবেচনায় লভ্যাংশ এত ভালো ছিল যে, ব্যাংকে টাকা রাখার চেয়ে শেয়ার কিনে রেখেই বেশি লাভবান হয়েছেন বিনিয়োগকারীরা।

জানা যায়, ইউক্রেন যুদ্ধ, শ্রীলঙ্কায় অর্থনৈতিক বিপর্যয়ের মনস্তাত্ত্বিক প্রভাব, ডলারে বিপরীতে টাকার দরপতনসহ নানা ইস্যুতে পুঁজিবাজার গত ২৮ জুলাই ছয় হাজার পয়েন্টের নিচে নেমে যাওয়ার পর নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ফ্লোর প্রাইস দেয়ার পর দিন থেকে শুরু হয় উত্থান। এই উত্থানের পেছনে প্রধান ভূমিকায় ছিল ওষুধ ও রসায়ন, প্রকৌশল, সাধারণ ও জীবন বিমা, বস্ত্র আর্থিক প্রতিষ্ঠান, খাদ্য এবং বিবিধি খাতের কোম্পানিগুলো।

তবে শেয়ারদরের বিবেচনায় প্রতি বছর দারুণ ডিভিডেন্ড এবং কোম্পানিগুলোর মূল্য আয় অনুপাত আকর্ষণীয় অবস্থানে থাকলেও বিনিয়োগকারীরা এসব শেয়ারে ঝুঁকছেনই না। গত বৃহস্পতিবার তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে দর বেড়েছে ১৭টির, কমেছে ৪টির আর অপরিবর্তিত রয়েছে ১২টির। তবে যেসব কোম্পানির দর বেড়েছে তার মধ্যে ১২টিরই দর বেড়েছে কেবল ১০ পয়সা। অথচ এদিন একটি কোম্পানির দর ১০ শতাংশ, ৪টির ৯ শতাংশ, ৭টির ৮ শতাংশ, ৫টির ৬ ও ৫ শতাংশ করে, ৮টির ৪ শতাংশ, ৯টির দর বেড়েছে ৩ শতাংশ।

বিজনেসজার্নাল/এসআর

আরও পড়ুন: অবণ্টিত ডিভিডেন্ড সিএমএসএফে স্থানান্তর না করার ব্যাখ্যা তলব

শেয়ার করুন

x

দীর্ঘদিনের দাবি পূরণ হলেও পিছিয়ে ব্যাংক খাত!

আপডেট: ০৫:৫৪:৩০ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: চলতি বছরের আগস্ট মাসের পুরো সময়টাতেই দেশের পুঁজিবাজার লেনদেনে আশার আলো দেখতে পেয়েছেন বিনিয়োগকারীরা। এ সময়ে প্রায় প্রতিটি খাতের শেয়ারেরই দাম বেড়েছে। তবে ব্যাংক খাত এর বিনিয়োগকারীদের দীর্ঘদিনের দাবি ব্যাংক এক্সপোজার লিমিট ইস্যুতে সমাধান এলেও তার কোন প্রভাব পড়েনি লেনদেনে। টানা বাড়তে থাকা পুঁজিবাজারের এই সুসময়েও ব্যাংক খাতে তেমন পরিবর্তন আসেনি। তবে এই খাতের সার্বিক চিত্র বিনিয়োগকারীদের অনুকূলেই রয়েছে।

জানা গেছে, উভয় স্টক এক্সচেঞ্জে মোট ৩৩টি ব্যাংক তালিকাভুক্ত রয়েছে। এরমধ্যে গত বছর দুটি ছাড়া বাকি সবগুলো ডিভিডেন্ড দিয়েছে। এছাড়াও চলতি বছর অর্ধবার্ষিকের প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ৩২টি কোম্পানিই মুনাফায় রয়েছে। গত কয়েক বছর ধরেই মুনাফা ধারাবাহিকভাবে বাড়ছে ব্যাংক খাতে। এরমধ্যে চলতি বছর অর্ধবার্ষিকে ১৮টি ব্যাংক মুনাফা আরও বেড়েছে। দুটি ব্যাংকের মুনাফা একই আছে। আর কমেছে বাকি ১৩টির।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মূল্য আয়ের অনুপাত বা পিই রেশিও বিবেচনায় ব্যাংকের শেয়ারদর অন্য খাতের কোম্পানিগুলোর তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে। পুঁজিবাজারে কোনো কোম্পানির শেয়ারদরকে তার আয় দিয়ে ভাগ করলে এই অনুপাত পাওয়া যায়। অর্থাৎ যে হারে আয় করছে, সেটি বজায় থাকলে বর্তমান শেয়ারদর উঠে আসতে কত সময় লাগবে।

পুঁজিবাজারে পি ই রেশিও সাধারণত ১০ থেকে ১৫ কে আকর্ষণীয় বিবেচনা করা হয়। তবে ব্যাংক খাতে তা অনেকটাই কম। পুঁজিবাজারে ব্যাংকগুলোর মধ্যে এটি সবচেয়ে কম সাউথইস্ট ব্যাংকের ২.৭। এছাড়া মার্কেন্টাইল ব্যাংকে এই অনুপাত ৩.২৯, যমুনা ব্যাংকে ৩.৬, শাহজালাল ব্যাংকে ৪.০৪, প্রিমিয়ার ব্যাংকে ৪.৪২ এবং এক্সিম ব্যাংকে ৪.৭৪।

৬ এর নিচে অনুপাত আছে যেগুলোর, সেগুলো হলো: ব্যাংক এশিয়ায় ৫.০৫, এনসিসি ব্যাংকে ৫.৩, উত্তরা ব্যাংকে ৫.৩৫, ঢাকা ব্যাংকে ৫.৩৮, সিটি ব্যাংকে ৫.৫৬, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকে ৫.৫৭, ওয়ান ব্যাংকে ৫.৭১ এবং পূবালী ব্যাংকে ৫.৯৫।

৭ এর নিচে আছে ফার্স্ট সিকিউরিটি ও ইউনিয়ন ব্যাংকের ৬.০৩ করে এবং প্রাইম ব্যাংকের ৬.১৯।

পিই রেশিও ১০ এর নিচে যেসব ব্যাংকে, তার মধ্যে ইউসিবির আছে ৭.১৮ ইস্টার্ন ব্যাংকেক ৭.৩১, ট্রাস্ট ব্যাংকে ৭.৮৬, ইসলামী ব্যাংকে ৭.৮৮ এবং ডাচ্-বাংলায় ৯.০৮।

আল আরাফাহ ইসলামী ব্যাংকে পিই রেশিও ১০.১৭, এনআরবিসিতে ১১.৪৭, এবি ব্যাংকে ১২.৫, আইএফআইসি ব্যাংকে ১২.৭৯, এসআইবিএলে ১২.৯৬ এবং ব্র্যাক ব্যাংক ১৩.১৩।

১৫ এর বেশি পিই রেশিও কেবল চারটি ব্যাংকের। এর মধ্যে সাউথবাংলা ব্যাংকের ১৭.০৩, স্ট্যান্ডার্ড ২৯.৩৩, রূপালী ব্যাংকের ৪৬.৭২। আইসিবি ইসলামী ব্যাংকের পিই রেশিও ১৩৫ থাকাটাও উৎসাহ ব্যাঞ্জক এই কারণে যে, এই ব্যাংকটি প্রথমবারের মতো দুটি প্রান্তিক মিলিয়ে লোকসান থেকে বেরিয়ে এসেছে।

অন্যদিকে অর্ধবার্ষিকে শেয়ার প্রতি ৫৪ পয়সা লোকসান দেয়া এনবিএলের কোনো পিই রেশিও নেই। তবে শেয়ারদরে ব্যাংকের আয়, লভ্যাংশ, পিই রেশিও তার কোনো কিছুরই প্রভাব নেই। বেশিরভাগ ব্যাংকের শেয়ারদর তার বেঁধে দেয়া সর্বনিম্ন মূল্য বা ফ্লোর প্রাইসের আসেপাশে আছে।

সবচেয়ে কম পিই রেশিওর সাউথইস্ট ব্যাংকের ফ্লোর প্রাইস ১৩ টাকা ৮০ পয়সাতেই লেনদেন হচ্ছে বেশ কয়েকদিন ধরে।

পিই রেশিওর দিক থেকে দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে থাকা মার্কেন্টাইলের শেয়ারদর এখন ১৪ টাকা ৬০ পয়সা। এর ফ্লোর প্রাইস ১৩ টাকা ৬০ পয়সা।

পিই রেশিওর দিক থেকে তৃতীয় স্থানে থাকা যমুনা ব্যাংকের ফ্লোর প্রাইস ২১ টাকা ৩০ টাকা আর শেয়ারদর ২১ টাকা ৯০ পয়সা।

কেবল চলতি বছরের হিসাব নয়, গত কয়েক বছরে ব্যাংকগুলোর শেয়ারদরের বিবেচনায় লভ্যাংশ এত ভালো ছিল যে, ব্যাংকে টাকা রাখার চেয়ে শেয়ার কিনে রেখেই বেশি লাভবান হয়েছেন বিনিয়োগকারীরা।

জানা যায়, ইউক্রেন যুদ্ধ, শ্রীলঙ্কায় অর্থনৈতিক বিপর্যয়ের মনস্তাত্ত্বিক প্রভাব, ডলারে বিপরীতে টাকার দরপতনসহ নানা ইস্যুতে পুঁজিবাজার গত ২৮ জুলাই ছয় হাজার পয়েন্টের নিচে নেমে যাওয়ার পর নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ফ্লোর প্রাইস দেয়ার পর দিন থেকে শুরু হয় উত্থান। এই উত্থানের পেছনে প্রধান ভূমিকায় ছিল ওষুধ ও রসায়ন, প্রকৌশল, সাধারণ ও জীবন বিমা, বস্ত্র আর্থিক প্রতিষ্ঠান, খাদ্য এবং বিবিধি খাতের কোম্পানিগুলো।

তবে শেয়ারদরের বিবেচনায় প্রতি বছর দারুণ ডিভিডেন্ড এবং কোম্পানিগুলোর মূল্য আয় অনুপাত আকর্ষণীয় অবস্থানে থাকলেও বিনিয়োগকারীরা এসব শেয়ারে ঝুঁকছেনই না। গত বৃহস্পতিবার তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে দর বেড়েছে ১৭টির, কমেছে ৪টির আর অপরিবর্তিত রয়েছে ১২টির। তবে যেসব কোম্পানির দর বেড়েছে তার মধ্যে ১২টিরই দর বেড়েছে কেবল ১০ পয়সা। অথচ এদিন একটি কোম্পানির দর ১০ শতাংশ, ৪টির ৯ শতাংশ, ৭টির ৮ শতাংশ, ৫টির ৬ ও ৫ শতাংশ করে, ৮টির ৪ শতাংশ, ৯টির দর বেড়েছে ৩ শতাংশ।

বিজনেসজার্নাল/এসআর

আরও পড়ুন: অবণ্টিত ডিভিডেন্ড সিএমএসএফে স্থানান্তর না করার ব্যাখ্যা তলব