দুই কোম্পানির ইজিএম ১৬ জুলাই

- আপডেট: ০২:০২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
- / ১০৪৫৪ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত মনোস্পুল পেপার ও পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ১৬ জুলাই অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
মনোস্পুল পেপারের ইজিএম ১৬ জুলাই বিকাল ৩টায় এবং পেপার প্রসেসিংয়ের একইদিন বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
সভায় উভয় কোম্পানির নাম সংশোধন এবং কোম্পানির মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনের ২৮টি ধারা অন্তর্ভুক্ত করে এবং বিদ্যমান ৪২টি ধারার সবকটি মুছে ফেলার জন্য শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়া হবে। হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে ধারার পরিবর্তন আনবে কোম্পানিগুলো।
আরও পড়ুন: বাজেটে পুঁজিবাজার ইস্যুতে গুঞ্জনই সত্যি হচ্ছে!
মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এর পরিবর্তে কোম্পানিটির সংশোধিত নাম হবে ‘মনোস্পুল বাংলাদেশ পিএলসি।’
আর পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেড এর পরিবর্তে কোম্পানিটির সংশোধিত নাম হবে ‘মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি।’
ইজিএমের জন্য আগামী ৪ জুলাই উভয় কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
ঢাকা/এসএইচ