দুই মাসের ভিতর নেপালের সঙ্গে পিটিএ চুক্তি

- আপডেট: ০১:০০:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১০২৮৫ বার দেখা হয়েছে
নেপালের সঙ্গে আগামী দুই মাসের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) সই হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ডা. বংশীধর মিশ্র।
আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত এ কথা জানান।
দেশটির সঙ্গে আগামী কতদিনের ভিতর পিটিএ চুক্তি হচ্ছে এ ব্যাপারে জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, ‘যত দ্রুত সম্ভব প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট চুক্তি করা হবে। আমরা মোটামুটি অনেক দূর এগিয়েছি। চলতি ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ও নেপালের ট্রেড নেগোশিয়েশন কমিটির অতিরিক্ত সচিব পর্যায়ে বৈঠক হবে। এরপর বাণিজ্য সচিব পর্যায়ে বৈঠক হবে। সেখানে পিটিএর বিভিন্ন বিষয় চূড়ান্ত করা হবে। আমরা আশা করছি আগামী দুই মাসের মধ্যে সবকিছু ফাইনাল হবে। এই চুক্তির মধ্যে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে।’
এ সময় তিনি আরও বলেন, ‘ আগামী মার্চ মাসের মধ্যে চুক্তির ব্যাপারে আমরা আশাবাদী। আমাদের ২০টির মতো পণ্য নিয়ে আলোচনা হচ্ছে।’
নেপাল এর আগে ভুটানের সঙ্গে পিটিএ চুক্তি সই করেছে। দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে এ চুক্তি সই করতে যাচ্ছে দেশটি।