দেড় ঘণ্টায় দর বেড়েছে ২০৯ শেয়ারের

- আপডেট: ১২:০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
- / ১০৩৩৯ বার দেখা হয়েছে
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় ২০৯টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, মঙ্গলবার (১৮ মার্চ) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩১মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৫ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২২০ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ০০৮ পয়েন্ট কমেছে আর ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ০৭ পয়েন্ট কমে যথাক্রমে ১১৬১ ও ১৮৮৬ পয়েন্টে অবস্থান করছে। আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৮১ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
আরও পড়ুন: সামিট পাওয়ারের বোর্ড সভার তারিখ ঘোষণা
এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৯টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮ কোম্পানির শেয়ারদর।
ঢাকা/টিএ