দেশে ব্ল্যাক আউটের ঝুঁকি নেই: জ্বালানি উপদেষ্টা

- আপডেট: ০২:২২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
- / ১০৪০৬ বার দেখা হয়েছে
এই মুহূর্তে বাংলাদেশ ব্ল্যাক আউটের ঝুঁকিতে নেই জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এই কাজ কাউকে করতে দেয়া হবে না। আজ রোববার (২০ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত জ্বালানি বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে রাজনৈতিক দলগুলো তা জানতে চাচ্ছে। এতে জ্বালানি ও বিদ্যুৎ খাত নিয়ে সংস্কারে খুব বেশি সময় পাবে না বর্তমান সরকার। তবে কেউ নাশকতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা যা করেছে সেটা অন্যায়।
ধান কাটার মত দাবি আদায়ের মৌসুম চলছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, পল্লি বিদ্যুৎ সমিতির যৌক্তিক দাবি-দাওয়া মেনে নেয়া হয়েছে। অস্থায়ী কর্মীদের স্থায়ী করার যে দাবি তুলেছে, সেটা বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। হুট করে কোনো ঘোষণা দেয়া যায় না।
আরও পড়ুন: মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান
ফাওজুল কবির আরও বলেন, সরকারকে দুর্বল মনে করে দাবিদাওয়া তুললেই হয়ে যাবে, এটা ভাবা ঠিক না। এই সরকার দুর্বল নয়, অনেক সরকারের চেয়ে শক্তিশালী। পল্লি বিদ্যুৎ সমিতির কেউ দায়িত্ব পালন না করে চলে গেলে তাদের একবারে চলে যাওয়া উচিত।
বিদ্যুতের সাবস্টেশনগুলোর নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, কেউ দায়িত্ব পালন না করলে তার স্থলে বিকল্প লোক প্রস্তুত আছে। এই মুহূর্তে বাংলাদেশ ব্ল্যাক আউটের ঝুঁকিতে নেই। এই কাজ কাউকে করতে দেয়া হবে না।
সরকার ২০২৫ সালের মধ্যে ৫০ টি অনুসন্ধান কূপ খনন করতে চায় জানিয়ে তিনি বলেন, এখন থেকে কোনো যোগসাজশের মাধ্যমে নয়, জ্বালানিখাতের সব কেনাকাটা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে হবে। এছাড়া সরকার নয়, এখন থেকে গণশুনানির মাধ্যমে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণ করবে।
ঢাকা/এসএইচ