০৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

নতুন চেয়ারম্যান পেয়েছে এবি ব্যাংক ও ব্যাংক এশিয়া

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৯:৪২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
  • / ১০৩৮৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের দুই কোম্পানির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। ব্যাংক দুটি হলো- এবি ব্যাংক ও ব্যাংক এশিয়া। এবি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী। আর ব্যাংক এশিয়ার চেয়ারম্যান নির্বাচিত হয়েছে রোমো রউফ চৌধুরী। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জানা গেছে, ১৯৮৩ সালে তালিকাভুক্ত এবি ব্যাংকের পরিচালক খায়রুল আলম চৌধুরীকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে। তিনি ২০১৮ সাল থেকে ব্যাংকটির পরিচালক হিসেবে কাজ করছেন। ব্যারিস্টার চৌধুরী বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন আইনজীবী।

২০০১ সালে লন্ডনের ইউনিভার্সিটি অব উলভার হ্যাম্পটন থেকে স্নাতক পাস করেন। তারপর ২০০২ সালে সিটি ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। একই বছর লন্ডনের লিঙ্কনস ইন থেকে বার-অ্যাট-ল’ডিগ্রি অর্জন করেন।

ব্যাংকটি বিনিয়োগকারদের সর্বশেষ বছর ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। বর্তমানে কোম্পানিটির ৮৬ কোটি ৯ লাখ ১৩ হাজার ৮৩১টি শেয়ার রয়েছে। কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ১০ টাকা ৫০ পয়সা।

অপরদিকে রোমো রউফ চৌধুরী ২০০৪ সালে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া লিমিটেডের ৪৭৯ তম সভায় তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে তিনি ব্যাংকটির একজন ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রোমো রউফ চৌধুরী ব্যাংক এশিয়ার একজন উদ্যোক্তা পরিচালক। তিনি র‌্যানকন গ্রুপেরও চেয়ারম্যান। লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশলে স্নাতক পাস করেছেন। তরুণ উদ্যোক্তার এ গ্রুপের ৩০টিরও বেশি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য বিনিয়োগকারদের  ১৫ শতাংশ অর্থাৎ ১ টাকা ৫০ পয়সা করে ডিভিডেন্ড দিয়েছিল ব্যাংক এশিয়া। বর্তমানে ব্যাংকটিতে ১১৬ কোটি ৫৯ লাখ ৬ হাজার ৮৬০টি শেয়ার রয়েছে। কোম্পানিটির শেয়ার সোমবার সর্বশেষ লেনদেন হয়েছে ২০ টাকা ৩০ পয়সায়।

আরও পড়ুন: দায়িত্ব গ্রহণ করেছে রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডি

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

নতুন চেয়ারম্যান পেয়েছে এবি ব্যাংক ও ব্যাংক এশিয়া

আপডেট: ০৯:৪২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের দুই কোম্পানির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। ব্যাংক দুটি হলো- এবি ব্যাংক ও ব্যাংক এশিয়া। এবি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী। আর ব্যাংক এশিয়ার চেয়ারম্যান নির্বাচিত হয়েছে রোমো রউফ চৌধুরী। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জানা গেছে, ১৯৮৩ সালে তালিকাভুক্ত এবি ব্যাংকের পরিচালক খায়রুল আলম চৌধুরীকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে। তিনি ২০১৮ সাল থেকে ব্যাংকটির পরিচালক হিসেবে কাজ করছেন। ব্যারিস্টার চৌধুরী বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন আইনজীবী।

২০০১ সালে লন্ডনের ইউনিভার্সিটি অব উলভার হ্যাম্পটন থেকে স্নাতক পাস করেন। তারপর ২০০২ সালে সিটি ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। একই বছর লন্ডনের লিঙ্কনস ইন থেকে বার-অ্যাট-ল’ডিগ্রি অর্জন করেন।

ব্যাংকটি বিনিয়োগকারদের সর্বশেষ বছর ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। বর্তমানে কোম্পানিটির ৮৬ কোটি ৯ লাখ ১৩ হাজার ৮৩১টি শেয়ার রয়েছে। কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ১০ টাকা ৫০ পয়সা।

অপরদিকে রোমো রউফ চৌধুরী ২০০৪ সালে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া লিমিটেডের ৪৭৯ তম সভায় তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে তিনি ব্যাংকটির একজন ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রোমো রউফ চৌধুরী ব্যাংক এশিয়ার একজন উদ্যোক্তা পরিচালক। তিনি র‌্যানকন গ্রুপেরও চেয়ারম্যান। লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশলে স্নাতক পাস করেছেন। তরুণ উদ্যোক্তার এ গ্রুপের ৩০টিরও বেশি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য বিনিয়োগকারদের  ১৫ শতাংশ অর্থাৎ ১ টাকা ৫০ পয়সা করে ডিভিডেন্ড দিয়েছিল ব্যাংক এশিয়া। বর্তমানে ব্যাংকটিতে ১১৬ কোটি ৫৯ লাখ ৬ হাজার ৮৬০টি শেয়ার রয়েছে। কোম্পানিটির শেয়ার সোমবার সর্বশেষ লেনদেন হয়েছে ২০ টাকা ৩০ পয়সায়।

আরও পড়ুন: দায়িত্ব গ্রহণ করেছে রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডি

ঢাকা/টিএ