০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪

নতুন ফিচারের খোঁজে জুম

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৩০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
  • / ৪১২০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: কভিড-১৯ মহামারীর তীব্রতা কমে আসায় বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষও পুনরায় কর্মক্ষেত্রে ফিরে আসতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে আধুনিক কাজের মডেল তৈরিতে নতুন প্রজন্মের প্রযুক্তির খোঁজ করছে জুম ভিডিও কমিউনিকেশন। খবর ইটিটেলিকম।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রতিষ্ঠানটির ভারত ও সার্ক মার্কেটের প্রধান সামীর রাজে বলেন, জুম এখন একটি ভিডিও কলিং অ্যাপ্লিকেশন থেকে বেরিয়ে সহযোগিতামূলক প্লাটফর্ম তৈরির পরিকল্পনা করেছে।

তিনি বলেন, মানুষ এখন কোনো না কোনোভাবে আবার কাজে ফিরে যাচ্ছে। তাই নতুন প্রজন্মের সব প্রযুক্তির খোঁজখবর করা হচ্ছে, যেগুলো জুম প্লাটফর্মকে আরো আধুনিক, প্রবেশযোগ্য ওপ্রাসঙ্গিক করে তুলবে। রাজে বলেন, এটি একটি অ্যাভাটার হতে পারে, একটি ভার্চুয়াল বিশ্ব কিংবা ভার্চুয়াল যোগাযোগের জায়গা হতে পারে।

গত সপ্তাহেই ব্যবহারকারীদের জন্যঅ্যাভাটার ফিচারটি উন্মুক্ত করেছে জুম। ফিচারে একটি ভিডিওকলে ব্যবহারকারীর মুখকে ভার্চুয়াল প্রাণীর মতো করে দেয়া হবে। সে প্রাণীটি ব্যবহারকারীর মতো করেই মাথা নাড়াবে ও প্রতিক্রিয়া জানাবে।

রাজে বলেন, বাজার বদলে যাচ্ছে এবং সব প্রতিষ্ঠানকে সেই অনুযায়ী বিবর্তিত হতে হবে। বিভিন্ন ব্যবসা এখন কর্মোদ্যমের সঙ্গে সহযোগিতাকে যুক্ত করার বিষয়ে কথা বলছে, আর আমরা সে কাজটাই করছি। এখন আমরা শুধু একটি ভিডিও কলিং প্লাটফর্মে সীমাবদ্ধ থাকব না।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x

নতুন ফিচারের খোঁজে জুম

আপডেট: ০৬:৩০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: কভিড-১৯ মহামারীর তীব্রতা কমে আসায় বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষও পুনরায় কর্মক্ষেত্রে ফিরে আসতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে আধুনিক কাজের মডেল তৈরিতে নতুন প্রজন্মের প্রযুক্তির খোঁজ করছে জুম ভিডিও কমিউনিকেশন। খবর ইটিটেলিকম।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রতিষ্ঠানটির ভারত ও সার্ক মার্কেটের প্রধান সামীর রাজে বলেন, জুম এখন একটি ভিডিও কলিং অ্যাপ্লিকেশন থেকে বেরিয়ে সহযোগিতামূলক প্লাটফর্ম তৈরির পরিকল্পনা করেছে।

তিনি বলেন, মানুষ এখন কোনো না কোনোভাবে আবার কাজে ফিরে যাচ্ছে। তাই নতুন প্রজন্মের সব প্রযুক্তির খোঁজখবর করা হচ্ছে, যেগুলো জুম প্লাটফর্মকে আরো আধুনিক, প্রবেশযোগ্য ওপ্রাসঙ্গিক করে তুলবে। রাজে বলেন, এটি একটি অ্যাভাটার হতে পারে, একটি ভার্চুয়াল বিশ্ব কিংবা ভার্চুয়াল যোগাযোগের জায়গা হতে পারে।

গত সপ্তাহেই ব্যবহারকারীদের জন্যঅ্যাভাটার ফিচারটি উন্মুক্ত করেছে জুম। ফিচারে একটি ভিডিওকলে ব্যবহারকারীর মুখকে ভার্চুয়াল প্রাণীর মতো করে দেয়া হবে। সে প্রাণীটি ব্যবহারকারীর মতো করেই মাথা নাড়াবে ও প্রতিক্রিয়া জানাবে।

রাজে বলেন, বাজার বদলে যাচ্ছে এবং সব প্রতিষ্ঠানকে সেই অনুযায়ী বিবর্তিত হতে হবে। বিভিন্ন ব্যবসা এখন কর্মোদ্যমের সঙ্গে সহযোগিতাকে যুক্ত করার বিষয়ে কথা বলছে, আর আমরা সে কাজটাই করছি। এখন আমরা শুধু একটি ভিডিও কলিং প্লাটফর্মে সীমাবদ্ধ থাকব না।

ঢাকা/এসএম