০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

নতুন বছরে সরকারের যে ৩ লক্ষ্যের কথা জানালেন উপদেষ্টা রিজওয়ানা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৫৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • / ১০৩৮০ বার দেখা হয়েছে

নতুন বছরে অন্তর্বর্তী সরকারের প্রধান তিনটি লক্ষ্যের কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এগুলো হলো: জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত ও রাজনৈতিক মতৈক্য গড়ে তুলে প্রস্তাবিত সংস্কার নিশ্চিত করা এবং রোডম্যাপ অনুযায়ী নির্বাচন করা। আজ বুধবার (১ জানুয়ারি) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এ সময় সাধারণ কর্মকাণ্ড এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপণ্য দাম স্বাভাবিক রাখাও সরকারের লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা।

সচিবালয়ে অগ্নিকাণ্ডের বিষয়ে রিজওয়ানা হাসান বলেন, ‘কেবিনেটে বিশেষজ্ঞরা দেখিয়েছেন কীভাবে আগুন লাগে। ৭ নম্বর ভবনে আগুনের বিষয়ে সব নিশ্চিত হতে আলামত বিদেশে পাঠানো হয়েছে।’

তদন্ত কমিটির অগ্নিকাণ্ডের প্রতিবেদনে সরকার সন্তুষ্ট উল্লেখ করে তিনি বলেন, ‘উদ্বেগের বিষয় ছিল, কারণ এখানে আমরাই অফিস করি। কিন্তু যেভাবে তদন্ত হয়েছে তাতে ভরসা না করার কারণ নাই।’

আরও পড়ুন: ‘হাসিনাকে ফেরত না দিলেও ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না’

অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির বিষয়ে উপদেষ্টা বলেন, ‘যেকোনো অভ্যুত্থানের পর এমন ঘোষণাপত্র স্বাভাবিক। সরকার চেয়েছে তাদের মাধ্যমে দেয়া হোক। সবার সঙ্গে কথা বলার প্রক্রিয়া শুরু হয়েছে। ছাত্ররাও চাচ্ছে সবার ঐক্যমত।’

আগামী ১৪ দিনের মধ্যে ঘোষণাপত্র দেয়া অসম্ভব নয় বলেও জানিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান।

সংস্কারের বিষয়ে এই উপদেষ্টা বলেন, ‘বিএনপি বলেছে সংস্কারের প্রয়োজন আছে, তারাও লিখিত মত দিচ্ছে। তবে কতটা ব্যাপক হবে তা নিয়ে আলোচনা চলছে। কেউ বলছে মৌলিক সংস্কার আগে, কেউ বলছে নির্বাচন। কিন্তু সরকারের কাছে সবই গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘কোন দল নির্বাচন করবে না করবে, তা নির্বাচন কমিশন বলতে পারে। সরকার আওয়ামী লীগ নিয়ে কোনো সিদ্ধান্ত তো নেয়নি। সরকারের অবস্থান হচ্ছে শেখ হাসিনার উপস্থিতিতে বিচার করা।’

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

নতুন বছরে সরকারের যে ৩ লক্ষ্যের কথা জানালেন উপদেষ্টা রিজওয়ানা

আপডেট: ০৫:৫৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫

নতুন বছরে অন্তর্বর্তী সরকারের প্রধান তিনটি লক্ষ্যের কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এগুলো হলো: জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত ও রাজনৈতিক মতৈক্য গড়ে তুলে প্রস্তাবিত সংস্কার নিশ্চিত করা এবং রোডম্যাপ অনুযায়ী নির্বাচন করা। আজ বুধবার (১ জানুয়ারি) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এ সময় সাধারণ কর্মকাণ্ড এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপণ্য দাম স্বাভাবিক রাখাও সরকারের লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা।

সচিবালয়ে অগ্নিকাণ্ডের বিষয়ে রিজওয়ানা হাসান বলেন, ‘কেবিনেটে বিশেষজ্ঞরা দেখিয়েছেন কীভাবে আগুন লাগে। ৭ নম্বর ভবনে আগুনের বিষয়ে সব নিশ্চিত হতে আলামত বিদেশে পাঠানো হয়েছে।’

তদন্ত কমিটির অগ্নিকাণ্ডের প্রতিবেদনে সরকার সন্তুষ্ট উল্লেখ করে তিনি বলেন, ‘উদ্বেগের বিষয় ছিল, কারণ এখানে আমরাই অফিস করি। কিন্তু যেভাবে তদন্ত হয়েছে তাতে ভরসা না করার কারণ নাই।’

আরও পড়ুন: ‘হাসিনাকে ফেরত না দিলেও ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না’

অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির বিষয়ে উপদেষ্টা বলেন, ‘যেকোনো অভ্যুত্থানের পর এমন ঘোষণাপত্র স্বাভাবিক। সরকার চেয়েছে তাদের মাধ্যমে দেয়া হোক। সবার সঙ্গে কথা বলার প্রক্রিয়া শুরু হয়েছে। ছাত্ররাও চাচ্ছে সবার ঐক্যমত।’

আগামী ১৪ দিনের মধ্যে ঘোষণাপত্র দেয়া অসম্ভব নয় বলেও জানিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান।

সংস্কারের বিষয়ে এই উপদেষ্টা বলেন, ‘বিএনপি বলেছে সংস্কারের প্রয়োজন আছে, তারাও লিখিত মত দিচ্ছে। তবে কতটা ব্যাপক হবে তা নিয়ে আলোচনা চলছে। কেউ বলছে মৌলিক সংস্কার আগে, কেউ বলছে নির্বাচন। কিন্তু সরকারের কাছে সবই গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘কোন দল নির্বাচন করবে না করবে, তা নির্বাচন কমিশন বলতে পারে। সরকার আওয়ামী লীগ নিয়ে কোনো সিদ্ধান্ত তো নেয়নি। সরকারের অবস্থান হচ্ছে শেখ হাসিনার উপস্থিতিতে বিচার করা।’

ঢাকা/এসএইচ