নভেম্বরে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা

- আপডেট: ০৪:৪৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
- / ১০৪২৫ বার দেখা হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী নভেম্বরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিসুর রহমান।
আজ বুধবার (০৯ আগষ্ট) রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আনিসুর রহমান বলেন, নভেম্বরে ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটি অ্যাপ চালুর পরেই তফসিল ঘোষণা করা হবে।
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে ও মাঠপর্যায়ে প্রার্থীদের শক্তি এবং সামর্থ্য প্রদর্শন করতে না পারে সে জন্য সংসদ নির্বাচনে প্রার্থীদের আবেদন অ্যাপসে করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া এই অ্যাপসের মাধ্যমে নির্বাচনি ফল ও কোন কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তা হিসেবে কারা দায়িত্ব পালন করছেন সেটিও জানা যাবে। নির্বাচনি ব্যবস্থা ডিজিটাল করতেই অ্যাপ চালু করা হবে।
আরও পড়ুন: এস আলম প্রসঙ্গে যা বললো মার্কিন পররাষ্ট্র দপ্তর
এই নির্বাচন কমিশনার আরও বলেন, দুর্গম এলাকা ছাড়া জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালেই ভোটকেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে যাবে।
ঢাকা/টিএ