নাশকতার মামলায় জামায়াত সেক্রেটারি গ্রেফতার

- আপডেট: ০৪:১৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
- / ১০৪০৯ বার দেখা হয়েছে
নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানায় ২০২১ সালে দায়ের করা এক মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ আদেশ দেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আসামিপক্ষে অ্যাডভোকেট কামাল উদ্দিন, আব্দুর রাজ্জাকসহ বেশ কয়েকজন আইনজীবী শুনানি করেন। এসময় তারা আসামিকে এ মামলায় গ্রেফতার দেখানোর বিরোধিতা করেন।আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: দেশের মানুষের সার্বিক অর্থনৈতিক অবস্থার উন্নতি করেছি: প্রধানমন্ত্রী
এর আগে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর ভাটারা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে একাধিক মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। সেই থেকে কারাগারে আটক আছেন তিনি।
ঢাকা/এসএম