নায়িকার পায়ে পরিচালকের চুমু

- আপডেট: ০১:১৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
- / ১০৪২০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সোফায় বসে আছেন অভিনেত্রী আশু রেড্ডি। তার সামনে ফ্লোরে বসা পরিচালক রাম গোপাল ভার্মা। কিছু একটা বলতে বলতে আশুর বাঁ পায়ের জুতা খুলে ফেলেন তিনি। তারপর ওই পা দু’হাতে ধরে নিয়ে গভীর চুম্বন এঁকে দেন।
আশু রেড্ডি তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে এমন দৃশ্য দেখা যায়। ক্যাপশনে এই নায়িকা লিখেছেন— ‘একজন মানুষের সীমাহীন উপাসনা প্রায়ই বিপজ্জনক।’ গতকাল পোস্ট করা এ ভিডিও নেটদুনিয়ায় এরই মধ্যে ভাইরাল হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
নেটিজেনরা বিষয়টি ভালোভাবে গ্রহণ করেননি। অধিকাংশ নেটিজেনের কাছে বিষয়টি ‘অরুচিকর’ এবং ‘ঘৃণ্য’ মনে হয়েছে। কমেন্টে একজন লিখেছেন, ‘একসময় বলিউডের অন্যতম বড় পরিচালক ছিল রাম গোপাল। অভিনেতারা তার সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকত। আজ নিজেকে কোথায় নামিয়ে নিয়েছে দেখেও খারাপ লাগছে।’ আরেকজন লিখেছেন, ‘দেখে তো বোঝা যাচ্ছে গলা অবধি মদ খাওয়া। সব কথা জড়িয়ে যাচ্ছে। ছি!’
আরও পড়ুন: বলিউডের ছবিতে জয়া, শুটিং শুরু
জানা যায়, এই ভিডিও ক্লিপ একটি সাক্ষাৎকারের অংশ; যা নিজের ইউটিউব চ্যানেলের জন্য তৈরি করেছেন বিতর্কিত পরিচালক রাম গোপাল ভার্মা।
ঢাকা/টিএ