নিঃশ্বাসে দুর্গন্ধ? রেহাই পাবেন যেভাবে

- আপডেট: ১১:২২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
- / ১০৪৮৫ বার দেখা হয়েছে
নিঃশ্বাসে দুর্গন্ধ এমন এক সমস্যা, যেখানে যার এই শারীরিক বিপত্তি হয়েছে, তার চারপাশের লোকজন বেশি সমস্যায় পড়েন। চক্ষু লজ্জায় বলাও যায় না, আবার ওই বিকট গন্ধ সহ্যও করা যায় না। নিঃশ্বাসে দুর্গন্ধ হওয়ার এ সমস্যার নাম হ্যালিটোসিস।
এই সমস্যার পেছনে অ্যাসিডিটি, ডায়াবেটিস, ফুসফুসে সংক্রমণ, দাঁতের স্বাস্থ্য, বদহজম, ডিহাইড্রেশন ও স্মোকিংসহ একাধিক কারণ আছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কিছু আয়ুর্বেদিক টিপস আছে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য। গরম পানিতে ত্রিফলার ক্বাত্থ মিশিয়ে ওই মিশ্রণ দিয়ে দিনে দুবার কুলকুচি করুন।
এছাড়া ফল ও শাক-সবজি অবশ্যই খেতে হবে। পর্যাপ্ত পানি পান করতে ভুলবেন না। নিয়মিত তেতো জাতীয় খাবার খান।
নিঃশ্বাসে দুর্ঘন্ধ হওয়ার পেছনে অন্যতম কারণ অ্যাসিড রিফ্লাক্স। বদহজম ও অ্যাসিডিটি সংক্রান্ত সব সমস্যা দূর করুন। তাহলে নিঃশ্বাসে দুর্গন্ধের হাত থেকেও রেহাই পাবেন।
আরও পড়ুনঃইতিহাসের এই দিন