১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪

নির্বাচনের পর বিএনপিকে পালানোর সুযোগ দেবো না: তথ্যমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৫০:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
  • / ৪২২৫ বার দেখা হয়েছে

ফাইল ফটো

তথ্য ও সম্প্রচার মন্ত্রী, আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি কই, তারেক কোথায়? আমরা আগামী নির্বাচনের পর বিএনপিকে পালানোর সুযোগ দেবো না। জনগণ সুযোগ দেবে না। কারণ বিএনপি ক্ষমতায় গেলে রাজশাহী তথা বাংলাদেশকে জঙ্গিবাদের আস্তানা বানাবে।’

রোববার (২৯ জানুয়ারি) দুপুরে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে (বর্তমান হাজী মুহম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ) রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

দেশবাসী ও রাজশাহীবাসীকে সাবধান করে তথ্যমন্ত্রী বলেন, ‘রাজশাহী শহর ১৪ বছরে বদলে গেছে। রাজশাহী আসলে মনে হয়, উন্নত কোনও দেশের শহরে আসলাম। আর বিএনপি যখন ক্ষমতায় ছিল, বাংলা ভাই তৈরি হয়েছিল। প্রধানমন্ত্রী বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করেছেন। রাজশাহী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সবচেয়ে সুন্দর শহরে পরিণত হয়েছে।’ এদিকে, ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভাস্থলে পৌঁছে গেছেন।

আরও পড়ুন: নিষ্ঠার সঙ্গে পুলিশ বাহিনীকে দায়িত্ব পালন করতে হবে: প্রধানমন্ত্রী

জনসভায় হাজার হাজার নারী কর্মী নানান রঙের শাড়ি ও ক্যাপ পরে যোগ দিয়েছেন। নারীরা সবুজ, কমলা, লাল, নীল শাড়ি ও ক্যাপ পরে সজ্জিত হয়ে পুরো মাঠে সভা ছড়াচ্ছে তারা। এ ছাড়াও বিভিন্ন বয়সের ছেলেরা মাথায় ফিতা, টিশার্ট ও ক্যাপ পড়ে গানের তালে তালে প্রবেশ করেছেন মাঠে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x

নির্বাচনের পর বিএনপিকে পালানোর সুযোগ দেবো না: তথ্যমন্ত্রী

আপডেট: ০৪:৫০:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩

তথ্য ও সম্প্রচার মন্ত্রী, আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি কই, তারেক কোথায়? আমরা আগামী নির্বাচনের পর বিএনপিকে পালানোর সুযোগ দেবো না। জনগণ সুযোগ দেবে না। কারণ বিএনপি ক্ষমতায় গেলে রাজশাহী তথা বাংলাদেশকে জঙ্গিবাদের আস্তানা বানাবে।’

রোববার (২৯ জানুয়ারি) দুপুরে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে (বর্তমান হাজী মুহম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ) রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

দেশবাসী ও রাজশাহীবাসীকে সাবধান করে তথ্যমন্ত্রী বলেন, ‘রাজশাহী শহর ১৪ বছরে বদলে গেছে। রাজশাহী আসলে মনে হয়, উন্নত কোনও দেশের শহরে আসলাম। আর বিএনপি যখন ক্ষমতায় ছিল, বাংলা ভাই তৈরি হয়েছিল। প্রধানমন্ত্রী বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করেছেন। রাজশাহী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সবচেয়ে সুন্দর শহরে পরিণত হয়েছে।’ এদিকে, ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভাস্থলে পৌঁছে গেছেন।

আরও পড়ুন: নিষ্ঠার সঙ্গে পুলিশ বাহিনীকে দায়িত্ব পালন করতে হবে: প্রধানমন্ত্রী

জনসভায় হাজার হাজার নারী কর্মী নানান রঙের শাড়ি ও ক্যাপ পরে যোগ দিয়েছেন। নারীরা সবুজ, কমলা, লাল, নীল শাড়ি ও ক্যাপ পরে সজ্জিত হয়ে পুরো মাঠে সভা ছড়াচ্ছে তারা। এ ছাড়াও বিভিন্ন বয়সের ছেলেরা মাথায় ফিতা, টিশার্ট ও ক্যাপ পড়ে গানের তালে তালে প্রবেশ করেছেন মাঠে।

ঢাকা/এসএ