নির্বাচন ইস্যুতে সরকারের সঙ্গে আলোচনা চলছে: সিইসি

- আপডেট: ১১:৩০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
- / ১০৩২৩ বার দেখা হয়েছে
নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের ফরমাল ও ইনফরমাল আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ শনিবার (২১ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কথা জানান।
সিইসি বলেন, ‘নির্বাচন ইস্যুতে সময় এলেই সরকারের সঙ্গে আলোচনা হবে। সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়।’
প্রত্যেকটা অফিসেরই একটা পরিকল্পনা থাকে জানিয়ে নাসির উদ্দিন বলেন, ‘আমাদেরও একটি কর্মপরিকল্পনা রয়েছে। সেই অনুযায়ী কার্যক্রম চলছে।’
আরও পড়ুন: স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার
ভোটের দিনক্ষণ যথা সময়ে জানানো হবে উল্লেখ করে সিইসি বলেন, ‘নির্বাচন আয়োজন সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। সরকারের সঙ্গে ফরমাল ও ইনফরমাল আলোচনা চলছে।’
ঢাকা/এসএইচ