নিহত যুবকের পরিবারের সদস্যকে মেট্রোরেলে চাকরি দেয়া হবে: ফাওজুল কবির
- আপডেট: ০৪:৫৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- / ১০২৩৫ বার দেখা হয়েছে
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোলাইনের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত যুবকের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ও অন্য সদস্যকে মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
আজ রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকের মেট্রোরেলের ৪৩৩ নাম্বার পিলারের বিয়ারিং প্যাড হঠাৎ খুলে নিচে পড়ে যায়।
এসময় নিচে দাঁড়িয়ে ছিলেন এক পথচারী। বেয়ারিং প্যাড সরাসরি তার মাথায় গিয়ে আঘাত করলে ঘটনাস্থলে মৃত্যু হয়। আহত হন পাশে দাঁড়িয়ে থাকা আরও দুজন। তাদেরকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এ ঘটনায় বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল। ঘটনাস্থলে উপস্থিত হয় আইনশৃঙ্খলাবাহিনী ও সেনাবাহিনী। পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তির সঙ্গে থাকা একটি পাসপোর্ট পাওয়া গেছে। এতে জানা যায়, তার নাম আবুল কালাম। বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কিশোরকাটি গ্রামে। জন্মসাল ১৯৯০।
ঘটনার পরপরই সেখানে উপস্থিত হয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমদ জানান, তদন্ত করবে গাফিলতি পেলে ব্যবস্থা নেয়া হবে।
মেট্রোরেল চালুর আগে বরাবরই চেকিং করা হয় দাবি কেন এ দুর্ঘটনা তা অনুসন্ধানে তদন্ত কমিটি করা হবে বলে জানিয়েছেন ডিএমটিসিএলের এমডি। সেইসঙ্গে নিহত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হবে বলেও জানান তিনি।
বেলা আড়াইটার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন সড়ক পরিবহন উপদেষ্টা। ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫ লাখ টাকা অনুদান ও তার পরিবারের অন্য সদস্যকে মেট্রোরেলে চাকরি দেয়ার ঘোষণা দেন ফাওজুল কবির খান।

এদিকে, দুর্ঘটনার পর থেকেই বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারও যাত্রী। কখন নাগাদ মেট্রোরেল চলাচল স্বাভাবিক হবে তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের কাছে একিইভাবে এক পিলার থেকে পরে যায় বিয়ারিং প্যাড।
ঢাকা/এসএইচ




































