০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

নুরের সঙ্গে কেএনএফের সম্পর্ক খতিয়ে দেখা হচ্ছে: র‌্যাব

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৪৭:০১ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
  • / ১০৪২৮ বার দেখা হয়েছে

ফাইল ফটো

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে পাহাড়ি উগ্রবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) যোগাযোগ খতিয়ে দেখছে গোয়েন্দারা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সোমবার (২৪ জুলাই) কাওরান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

নুরের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেএনএফের ভেরিফায়েড পেজে নুরকে নিয়ে বক্তব্য উপস্থাপন করা হয়েছে। কেএনএফের সঙ্গে যোগাযোগের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য-উপাত্ত সামনে এসেছে। যোগাযোগ বা সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে আমাদের গোয়েন্দারা কাজ করছে। পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাইয়ের কাজ করছে আমাদের গোয়েন্দারা। সংশ্লিষ্টতা পাওয়া গেলে এ বিষয়ে বলা যাবে।’

আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে নয় মৃত্যু

খন্দকার আল মঈন বলেন, ‘বাহ্যিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও কেএনএফের ভেরিফায়েড পেজে যেহেতু এ বিষয়ে মন্তব্য করা হয়েছে, সে ক্ষেত্রে যোগাযোগ থাকতেও পারে।’

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

নুরের সঙ্গে কেএনএফের সম্পর্ক খতিয়ে দেখা হচ্ছে: র‌্যাব

আপডেট: ০২:৪৭:০১ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে পাহাড়ি উগ্রবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) যোগাযোগ খতিয়ে দেখছে গোয়েন্দারা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সোমবার (২৪ জুলাই) কাওরান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

নুরের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেএনএফের ভেরিফায়েড পেজে নুরকে নিয়ে বক্তব্য উপস্থাপন করা হয়েছে। কেএনএফের সঙ্গে যোগাযোগের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য-উপাত্ত সামনে এসেছে। যোগাযোগ বা সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে আমাদের গোয়েন্দারা কাজ করছে। পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাইয়ের কাজ করছে আমাদের গোয়েন্দারা। সংশ্লিষ্টতা পাওয়া গেলে এ বিষয়ে বলা যাবে।’

আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে নয় মৃত্যু

খন্দকার আল মঈন বলেন, ‘বাহ্যিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও কেএনএফের ভেরিফায়েড পেজে যেহেতু এ বিষয়ে মন্তব্য করা হয়েছে, সে ক্ষেত্রে যোগাযোগ থাকতেও পারে।’

ঢাকা/এসএ