নৌযান ভাড়া কমেছে কিলোমিটারে ১৫ পয়সা

- আপডেট: ০৪:১৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- / ১০৩৪০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: নৌযানে যাত্রীভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা কমানো হয়েছে। জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা কমায় নৌযানের ভাড়ায় এই সমন্বয় করা হলো। আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) নৌ পরিবহণ মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি পরিপত্র জারি করে। আজ রাত ১২টার পর থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
প্রজ্ঞাপনে বলা হয়, ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য জনপ্রতি যাত্রীভাড়া প্রতি কিলোমিটারে ৩ টাকা থেকে ১৫ পয়সা কমিয়ে ২ টাকা ৮৫ পয়সা এবং প্রথম ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য জনপ্রতি যাত্রীভাড়া ২ টাকা ৬০ পয়সা থেকে ১৫ পয়সা কমিয়ে ২ টাকা ৪৫ পয়সা পুনর্নির্ধারণ করা হয়েছে। আর জনপ্রতি যাত্রীভাড়া সর্বনিম্ন ৩৩ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ৩০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।
গত মাসে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে নৌযানে যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছিল। এতে বর্তমানে ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য জনপ্রতি ভাড়া প্রতি কিলোমিটারে রয়েছে ৩ টাকা করে। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের যাত্রীভাড়া রয়েছে ২ টাকা ৬০ পয়সা।
আরো পড়ুন: এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না: প্রধানমন্ত্রী
ঢাকা/এসএ