ন্যাশনাল টির প্লেসমেন্ট শেয়ার সাবস্ক্রিপশনের মেয়াদ ফের বৃদ্ধি

- আপডেট: ১১:১৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- / ১০৩৬৬ বার দেখা হয়েছে
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ন্যাশনাল টি কোম্পানির প্লেসমেন্ট শেয়ার সাবস্ক্রিপশন অফারের সময়সীমা তৃতীয় দফায় বাড়িয়ে ৩০ জুন ২০২৫ পর্যন্ত করেছে। এই বর্ধিত সময়সীমা রাষ্ট্রায়ত্ত চা উৎপাদনকারী প্রতিষ্ঠানটিকে তাদের কাঙ্ক্ষিত অর্থ সংগ্রহে আরও সুযোগ দেবে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ন্যাশনাল টি কোম্পানি তাদের বিদ্যমান শেয়ারহোল্ডারদের কাছে প্রতিটি শেয়ার ১১৯ টাকা ৫৩ পয়সা দরে প্লেসমেন্ট শেয়ার ইস্যুর মাধ্যমে মোট ২৭৯ কোটি ৭০ লাখ টাকা উত্তোলনের পরিকল্পনা করছে। এই অর্থ রেকর্ড ডেট অনুযায়ী নগদ অর্থে পরিশোধযোগ্য।
এর আগে আগস্ট ও অক্টোবরে দুই দফায় সময়সীমা বাড়ানো হলেও কাঙ্ক্ষিত অর্থ সংগ্রহ সম্পন্ন হয়নি। সর্বশেষ পাঁচ মাসের সময়সীমা মার্চে শেষ হওয়ার পর কোম্পানিটি আরও তিন মাস সময় চেয়ে বিএসইসিতে আবেদন করে।
কোম্পানি সূত্রে জানা গেছে, প্রথম দফায় ১৯ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত সাবস্ক্রিপশনের মাধ্যমে মোট প্রায় ১১১ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে (প্রথম দফায় ৪৪ কোটি টাকা এবং দ্বিতীয় দফায় ৫৮ কোটি টাকা)।
তবে এই তহবিল ব্যবহার নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে, কারণ কোম্পানিকে কিছু গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে। বিএসইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ন্যাশনাল টি কোম্পানিতে সরকার (আইসিবি ও সাধারণ বীমা কর্পোরেশনের শেয়ারসহ) সর্বনিম্ন ৫১ শতাংশ মালিকানা বজায় রাখতে হবে।
সর্বশেষ বর্ধিত সময়সীমা শুধুমাত্র ১৫ মে ২০২৩ রেকর্ড ডেট অনুযায়ী যেসব শেয়ারহোল্ডার সাবস্ক্রিপশন পরিশোধ করেননি, তাদের জন্য প্রযোজ্য হবে। যারা ইতোমধ্যে সাবস্ক্রিপশনে অংশ নিয়েছেন, তারা এই মেয়াদে আর আবেদন করতে পারবেন না।
আরও পড়ুন: সপ্তাহের ব্যবধানে পিই রেশিও বেড়েছে
নতুন সাবস্ক্রিপশন শুরুর ও শেষ হওয়ার তারিখ পরে ঘোষণা করা হবে বলে বিএসইসি জানিয়েছে। এই বর্ধিত সময়সীমা কোম্পানিটিকে তার অর্থ সংগ্রহের লক্ষ্য পূরণে কতটা সফল করে, সেটাই এখন দেখার বিষয়।
ঢাকা/টিএ