০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের সভা শুরু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৪৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
  • / ১০৩৯৪ বার দেখা হয়েছে

মজুরি বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিক ও কর্মচারীদের আন্দোলনের মধ্যেই মজুরি বোর্ডের সভা শুরু হয়েছে। এ সভায় চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি।

আজ মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ১১টায় তোপখানা রোডে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বাড়ানোর লক্ষ্যে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের সভা শুরু হয়েছে। রুদ্ধদ্বার এ সভায় নির্ধারণ হবে শ্রমিকদের ন্যূনতম মজুরি কত হবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এদিকে সভা চলাকালেই ‘নিম্নতম মজুরি বোর্ডের’ নিচে বিক্ষোভ করছেন শ্রমিকরা। বিভিন্ন সংগঠনের ব্যানারে ন্যূনতম মজুরি নির্ধারণে শ্রমিকপক্ষের প্রস্তাব মেনে নেওয়ার পক্ষে নানা স্লোগান দিচ্ছেন তারা।

দাবির বিষয়ে শ্রমিকনেতা আবুল হোসেন বলেন, ‘মালিকরা একটি প্রতিষ্ঠান গড়ে তার লাভ দিয়ে আরও পাঁচটি প্রতিষ্ঠান গড়েন। অথচ যাদের হাত থেকে লাভের মুখ দেখছেন মালিকপক্ষ সেই শ্রমিকদের বেতন বাড়াতে চান না। তারা নিজেরা ভালো থাকবেন কিন্তু শ্রমিকদের ভালো রাখবেন না, এটা হতে পারে না। আমরা শ্রমিকের পক্ষে কথা বলতে মাঠে আছি।’

আরও পড়ুন: শ্রম খাতের অগ্রগতি দেখতে ঢাকায় আসছে ইইউর প্রতিনিধিদল

আরেক নেতা আব্দুস সালাম বলেন, ‘আজ দেশের বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষ চলছে, এজন্য দায়ী মালিকরা। তারা চাইলে নভেম্বরের মধ্যেই ন্যূনতম মজুরি নির্ধারণ করতে পারতেন। কিন্তু তারা গড়িমসি করেন, এতেই শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করছেন।’

কারখানা ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, ‘যেখান শ্রমিকের রুটি-রুজি সেখানে তারা ভাঙচুর চালাতে পারেন না। বহিরাগতরা এসে শ্রমিকদের ওপরে নির্যাতন করেছে, যার সিসিটিভি ফুটেজ রয়েছে। তাদের না ধরে শ্রমিকদের ওপরেই মামলা করা হয়েছে, যা দুঃখজনক।’

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের সভা শুরু

আপডেট: ১২:৪৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩

মজুরি বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিক ও কর্মচারীদের আন্দোলনের মধ্যেই মজুরি বোর্ডের সভা শুরু হয়েছে। এ সভায় চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি।

আজ মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ১১টায় তোপখানা রোডে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বাড়ানোর লক্ষ্যে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের সভা শুরু হয়েছে। রুদ্ধদ্বার এ সভায় নির্ধারণ হবে শ্রমিকদের ন্যূনতম মজুরি কত হবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এদিকে সভা চলাকালেই ‘নিম্নতম মজুরি বোর্ডের’ নিচে বিক্ষোভ করছেন শ্রমিকরা। বিভিন্ন সংগঠনের ব্যানারে ন্যূনতম মজুরি নির্ধারণে শ্রমিকপক্ষের প্রস্তাব মেনে নেওয়ার পক্ষে নানা স্লোগান দিচ্ছেন তারা।

দাবির বিষয়ে শ্রমিকনেতা আবুল হোসেন বলেন, ‘মালিকরা একটি প্রতিষ্ঠান গড়ে তার লাভ দিয়ে আরও পাঁচটি প্রতিষ্ঠান গড়েন। অথচ যাদের হাত থেকে লাভের মুখ দেখছেন মালিকপক্ষ সেই শ্রমিকদের বেতন বাড়াতে চান না। তারা নিজেরা ভালো থাকবেন কিন্তু শ্রমিকদের ভালো রাখবেন না, এটা হতে পারে না। আমরা শ্রমিকের পক্ষে কথা বলতে মাঠে আছি।’

আরও পড়ুন: শ্রম খাতের অগ্রগতি দেখতে ঢাকায় আসছে ইইউর প্রতিনিধিদল

আরেক নেতা আব্দুস সালাম বলেন, ‘আজ দেশের বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষ চলছে, এজন্য দায়ী মালিকরা। তারা চাইলে নভেম্বরের মধ্যেই ন্যূনতম মজুরি নির্ধারণ করতে পারতেন। কিন্তু তারা গড়িমসি করেন, এতেই শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করছেন।’

কারখানা ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, ‘যেখান শ্রমিকের রুটি-রুজি সেখানে তারা ভাঙচুর চালাতে পারেন না। বহিরাগতরা এসে শ্রমিকদের ওপরে নির্যাতন করেছে, যার সিসিটিভি ফুটেজ রয়েছে। তাদের না ধরে শ্রমিকদের ওপরেই মামলা করা হয়েছে, যা দুঃখজনক।’

ঢাকা/এসএ