নয়াপল্টন এলাকায় প্রবেশে আইডি কার্ড দেখছে পুলিশ

- আপডেট: ১১:০৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
- / ১০৪০২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠেয় ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে গতকাল বুধবার (৭ ডিসেম্বর) বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ফকিরাপুল মোড় থেকে কাকরাইল মোড় পর্যন্ত পুরো রাস্তা নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল থেকেই চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এই পথে চলাচলকারী সাধারণ ও কর্মজীবী মানুষকে আইডি কার্ড দেখানোর পর ঢুকতে দিচ্ছে পুলিশ। পাশাপাশি শিক্ষার্থীদের ড্রেস ও আইডি কার্ড দেখে যেতে দেওয়া হচ্ছে। কার্ডবিহীন ও সন্দেহভাজন কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এ ছাড়া সিটি হাট শপিং কমপ্লেক্স চায়না টাউন পলওয়েলসহ এই এলাকার বড় মার্কেটগুলা বন্ধ রাখা হয়েছে। ফকিরাপুল মোড়, রাজারবাগ পিডিব্লিউডি জামে মসজিদ গলি, নয়াপল্টন সমাজকল্যাণ ও উন্নয়ন গলি, জোনাকি মার্কেট গলিসহ পল্টন মোড় পর্যন্ত সব গলিতে ব্যারিগেক দিয়ে পাহারা দিচ্ছে পুলিশ।
আরও পড়ুন: একাদশে ভর্তির আবেদন শুরু আজ
শুধু ফকিরাপুল মোড় ও পল্টন মোড় ছাড়া আশপাশের গলির রাস্তা দিয়েও কোন শিক্ষার্থী ও চাকরিজীবীসহ কাউকেই প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ। পুরো এলাকায় পাহারায় রেখেছে পুলিশ।
পল্টন এলাকায় কতদিন এই অবস্থা চলমান থাকবে, জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে নির্দিষ্ট দিন-তারিখ নেই। তবে ১১ ডিসেম্বরের আগে এখান থেকে পুলিশ সরানো হবে না।’
ঢাকা/এসএ