পতেঙ্গা টার্মিনালে আরএসজিটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু

- আপডেট: ০৭:৩৭:১৮ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- / ১০৩৭৮ বার দেখা হয়েছে
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে পূর্ণাঙ্গ গেটওয়ে ভেসেল অপারেশন শুরু করেছে সৌদি আরবভিত্তিক রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল (আরএসজিটি)। প্রায় ৬০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পর ‘মার্স্ক চট্টগ্রাম’ নামে প্রথম সম্পূর্ণ কনটেইনার জাহাজ পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের পূর্ণাঙ্গ আমদানি ও রপ্তানি কার্যক্রম শুরু করেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
দেশের প্রথম বেসরকারি মালিকানাধীন কনটেইনার টার্মিনাল হিসেবে আরএসজিটি চট্টগ্রাম এর আগে সফলভাবে ট্রায়াল অপারেশন সম্পন্ন করে। পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হওয়ায় বাংলাদেশের সামুদ্রিক বাণিজ্যে এক নতুন মাইলফলক রচিত হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।
আরএসজিটি চট্টগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যারউইন হেইজ বলেন, ট্রায়াল থেকে পূর্ণাঙ্গ অপারেশনে যাওয়া আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ। আমরা চাই, বিশ্বমানের সেবা দিয়ে দেশের সামুদ্রিক বাণিজ্যে নতুন মাত্রা যোগ করতে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, কার্গো নিরীক্ষা ও প্রক্রিয়াকরণে গতিশীলতা আনতে সাড়ে তিন মিলিয়ন ডলার ব্যয়ে একটি নতুন স্ক্যানার স্থাপন করা হয়েছে, যা প্রতি ঘণ্টায় ১৫০টি কনটেইনার পরিচালনায় সক্ষম।
আরও পড়ুন: আইএমএফ বেশি শর্ত দিলে সরে আসবে বাংলাদেশ: আনিসুজ্জামান
এ ছাড়া অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১৪টি রাবার-টায়ারড গ্যান্ট্রি (আরটিজি) ক্রেনে ২৬ মিলিয়ন ডলার এবং ৪টি শিপ-টু-শোর (এসটিএস) ক্রেনে আনুমানিক ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে আরএসজিটি। এই অবকাঠামোগত উন্নয়ন আগামী ২০২৬ সালের শুরুতে টার্মিনালের বার্ষিক হ্যান্ডলিং ক্ষমতা ২ লাখ ৫০ হাজার টিইইউস থেকে বেড়ে ৬ লাখ টিইইউসে উন্নীত করবে।
ঢাকা/এসএইচ