পদত্যাগ করলেন বিটিআরসি চেয়ারম্যান

- আপডেট: ০৬:৪৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
- / ১০৩৪৮ বার দেখা হয়েছে
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। আজ বুধবার (১৪ আগস্ট) বিকালে ডাকা টেলিযোগাযোগ বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এর আগে বৈষম্য ও দুর্নীতির অভিযোগ তুলে বিটিআরসি চেয়াম্যানের পদত্যাগ দাবিতে একদল কর্মকর্তা-কর্মচারী বিক্ষোভ করেন।
একইসঙ্গে চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির সহযোগী প্রশাসন বিভাগের উপপরিচালক ও একান্ত সচিব মো. আমজাদ হোসেন নিপু, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের উপপরিচালক মাহদী আহমদেরও বিচার দাবি করেন তারা।
আরও পড়ুন: ‘গুমের’ অভিযোগে শেখ হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন
তারা বলেন, বিটিআরসিতে কোনো লেজুড়বৃত্তি, সিন্ডিকেট চলবে না। তারা বৈষম্যের শিকার বলে দাবি করেন।
ঢাকা/এসএইচ