পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআরের হাইকমিশনারের সাক্ষাৎ

- আপডেট: ০১:৪১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
- / ১০৪২২ বার দেখা হয়েছে
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
মঙ্গলবার (১৭ অক্টোবর) ব্যাংককে রোহিঙ্গা ইস্যুতে ইউএনএইচসিআর কর্তৃক আয়োজিত আঞ্চলিক সম্মেলনে এ সাক্ষাৎ হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ড. মোমেন রোহিঙ্গাদের জন্য অব্যাহত মানবিক সহায়তার জন্য ইউএনএইচসিআরকে ধন্যবাদ জানান। তিনি রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ইউএনএইচসিআরের সহযোগিতা চান।
আরও পড়ুন: বায়ুদূষণে শীর্ষে ঢাকা
ইউএনএইচসিআরের হাইকমিশনার রোহিঙ্গা সংকটের সমাধান হিসেবে স্বেচ্ছায় প্রত্যাবাসনের ওপর জোর দেন। তিনি প্রত্যাবাসনের লক্ষ্য অর্জনে সংস্থাটির পক্ষ থেকে প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন।
ঢাকা/এসএম