০৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:১৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
  • / ১০৩৯৮ বার দেখা হয়েছে

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শাহাদৎ হোসেন (২৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার ভোরে উপজেলার জগতবেড় ইউনিয়নের ৮৬৩ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহাদৎ হোসেন পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট গ্রামের ইদ্রিস আলীর ছেলে।  

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার ভোর রাতে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় গরু পারাপারকারীদের একটি দল সীমান্তের ৮৬৩ নম্বর মেইন পিলারের ৭-৮ নম্বর সাব পিলারের নিকট দিয়ে গরু আনতে যায়। এ সময় ভারতের কুচবিহার জেলার মাথাভাঙা থানার ১৬৯ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের চুয়াঙ্গারখাতা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান শাহাদৎ হোসেন। পরে নিহতের লাশ বিএসএফ সদস্যরা ভারতে নিয়ে যায়। 

শাহাদৎ হোসেনের বাবা ইদ্রিস আলী (৫০) জানান, বিএসএফের গুলিতে তার ছেলে শাহাদৎ মারা গেছে। মরদেহের ছবি দেখে তিনি নিশ্চিত হয়েছেন।

এ বিষয়ে ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, নিহতের পরিবার বিজিবিকে অবহিত করেনি। তবে ভারতের ১২০ গজ অভ্যন্তরে পড়ে থাকা একটি মরদেহ দেখতে পেয়ে বিজিবির একটি টহল দল বিএসএফকে জানায়।

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট: ০৬:১৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শাহাদৎ হোসেন (২৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার ভোরে উপজেলার জগতবেড় ইউনিয়নের ৮৬৩ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহাদৎ হোসেন পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট গ্রামের ইদ্রিস আলীর ছেলে।  

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার ভোর রাতে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় গরু পারাপারকারীদের একটি দল সীমান্তের ৮৬৩ নম্বর মেইন পিলারের ৭-৮ নম্বর সাব পিলারের নিকট দিয়ে গরু আনতে যায়। এ সময় ভারতের কুচবিহার জেলার মাথাভাঙা থানার ১৬৯ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের চুয়াঙ্গারখাতা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান শাহাদৎ হোসেন। পরে নিহতের লাশ বিএসএফ সদস্যরা ভারতে নিয়ে যায়। 

শাহাদৎ হোসেনের বাবা ইদ্রিস আলী (৫০) জানান, বিএসএফের গুলিতে তার ছেলে শাহাদৎ মারা গেছে। মরদেহের ছবি দেখে তিনি নিশ্চিত হয়েছেন।

এ বিষয়ে ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, নিহতের পরিবার বিজিবিকে অবহিত করেনি। তবে ভারতের ১২০ গজ অভ্যন্তরে পড়ে থাকা একটি মরদেহ দেখতে পেয়ে বিজিবির একটি টহল দল বিএসএফকে জানায়।