১১:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

পুঁজিবাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রকিবুর রহমান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৪৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
  • / ১০৩৬৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রেসিডেন্ট ও পরিচালক সদ্য প্রয়াত মো: রকিবুর রহমান স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, দেশের পুঁজিবাজারের উন্নয়নে রকিবুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার এ অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী বলেন, রকিবুর রহমানের ভাবনা জুড়ে ছিল দুটি বিষয়- পুঁজিবাজার ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা ছিল তার ধ্যান-জ্ঞান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অর্থনীতিবিদ আবু আহমেদ বলেন, আমি দীর্ঘদিন ধরে সরকারি কোম্পানি ও বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে নিয়ে আসার জন্য চিৎকার করে যাচ্ছি। এসব বিষয়ে রকিবুর রহমান সব সময় দৃঢ় সমর্থন দিয়ে গেছেন। তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য প্রয়োজনীয় অর্থের একটি অংশ পুঁজিবাজার থেকে সংগ্রহ করার জন্য জনমত তৈরি করার চেষ্টা করে গেছেন।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক সাইফুর রহমান বলেন, পুঁজিবাজারের ভালো করার করার বিষয় নিয়ে তিনি সব সময় সচেষ্ট থাকতেন।

ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়া বলেন, ডিএসই অটোমেশন, ডিমিউচুয়ালাইজেশন, স্ট্র্যাটেজিক পার্টনার নির্বাচন থেকে প্রতিটি বড় উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তিনি বলেন, পুঁজিবাজারের উন্নয়নে রকিবুর রহমান সব স্টেকহোল্ডারকে সাথে নিয়ে কাজ করার চেষ্টা করতেন।

আলোচনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, ডিবিএর সাবেক সভাপতি মোশতাক আহমেদ সাদেক, সিএসইর পরিচালক মেজর এমদাদুল হক।

সভায় ক্যাপিটল মার্কেট স্ট্যাবিলাইজেইশন ফান্ড’র চেয়ারম্যান নজিবুর রহমান, ডিএসই’র পরিচালক হাবিবুল্লাহ বাহার, শাকিল রিজভী, প্রফেসর মাসুদূর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

পুঁজিবাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রকিবুর রহমান

আপডেট: ০১:৪৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রেসিডেন্ট ও পরিচালক সদ্য প্রয়াত মো: রকিবুর রহমান স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, দেশের পুঁজিবাজারের উন্নয়নে রকিবুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার এ অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী বলেন, রকিবুর রহমানের ভাবনা জুড়ে ছিল দুটি বিষয়- পুঁজিবাজার ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা ছিল তার ধ্যান-জ্ঞান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অর্থনীতিবিদ আবু আহমেদ বলেন, আমি দীর্ঘদিন ধরে সরকারি কোম্পানি ও বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে নিয়ে আসার জন্য চিৎকার করে যাচ্ছি। এসব বিষয়ে রকিবুর রহমান সব সময় দৃঢ় সমর্থন দিয়ে গেছেন। তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য প্রয়োজনীয় অর্থের একটি অংশ পুঁজিবাজার থেকে সংগ্রহ করার জন্য জনমত তৈরি করার চেষ্টা করে গেছেন।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক সাইফুর রহমান বলেন, পুঁজিবাজারের ভালো করার করার বিষয় নিয়ে তিনি সব সময় সচেষ্ট থাকতেন।

ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়া বলেন, ডিএসই অটোমেশন, ডিমিউচুয়ালাইজেশন, স্ট্র্যাটেজিক পার্টনার নির্বাচন থেকে প্রতিটি বড় উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তিনি বলেন, পুঁজিবাজারের উন্নয়নে রকিবুর রহমান সব স্টেকহোল্ডারকে সাথে নিয়ে কাজ করার চেষ্টা করতেন।

আলোচনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, ডিবিএর সাবেক সভাপতি মোশতাক আহমেদ সাদেক, সিএসইর পরিচালক মেজর এমদাদুল হক।

সভায় ক্যাপিটল মার্কেট স্ট্যাবিলাইজেইশন ফান্ড’র চেয়ারম্যান নজিবুর রহমান, ডিএসই’র পরিচালক হাবিবুল্লাহ বাহার, শাকিল রিজভী, প্রফেসর মাসুদূর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/টিএ